Nadia : সর্বশিক্ষা মিশনের নির্দেশে কুষ্ঠ সম্পর্কিত সচেতনতা প্রচার : U Bangla TV

Nadia : সর্বশিক্ষা মিশনের নির্দেশে কুষ্ঠ সম্পর্কিত সচেতনতা প্রচার : U Bangla TV

Feb 8, 2024 - 18:35
 0  2

জেলা প্রশাসন ও সর্বশিক্ষা মিশনের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে নদিয়ার নবদ্বীপ উত্তর চক্রের সরকার পোষিত বামন পুকুর পূর্ব মোল্লাপাড়া স্কুলের উদ্যোগে স্কুল চত্বরে পদযাত্রার মধ্যে দিয়ে কুষ্ঠ সম্পর্কিত সচেতনতা প্রচার অভিযানে সামিল হলেন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। এদিনের সচেতনতামূলক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্বাস্থ্যকর্মী ও অভিভাবক অভিভাবিকার। এছাড়াও স্কুল প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীরা এই দিন কুষ্ঠ রোগ সম্পর্কিত অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি ও কুইজ কনটেস্টে অংশগ্রহণ করে। পাশাপাশি স্কুলের অভিভাবকদের নিয়ে কুষ্ঠ সম্পর্কিত একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সেখানেই কুষ্ঠ রোগ থেকে নিরাময়ের উপায় ছাড়াও এই রোগে আক্রান্ত ব্যক্তিরা কিভাবে সঠিক চিকিৎসার পাবেন সেই বিষয়ে উপস্থিত অভিভাবক অভিভাবিকা ও এলাকাবাসীদের সাথে আলোচনা করেন স্কুলের শিক্ষকরা। এই প্রসঙ্গে বামুনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরণ শেখ জানান, জেলা প্রশাসন ও সর্বশিক্ষা মিশনের নির্দেশে স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবকাসহ এলাকাবাসীকে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতন করে তুলতে এই দিন একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে। ছাত্র-ছাত্রীরা সাধারণ এলাকাবাসীদের সচেতন করতে হাতে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতার বার্তা লেখা পোস্টার নিয়ে এলাকা ঘুরে প্রচার করে। এছাড়াও স্কুল প্রাঙ্গণে কুষ্ঠ রোগ নিয়ে অংকন প্রতিযোগিতা, কুইজ কনটেস্ট ও আবৃত্তির মধ্যে দিয়ে এই মারণ রোগ সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেয় এলাকাবাসীদের মধ্যে। এছাড়াও কুষ্ঠ রোগ আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসা ক্ষেত্রে কিভাবে সরকারি সুযোগ-সুবিধা পাবেন সেই সব তথ্য এই দিন তুলে ধরা হয় আলোচনা সভার মধ্যে দিয়ে। সম্পূর্ণ কর্মসূচি টি অনুষ্ঠিত হয় বামুনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে। #nadia #nadianews #westbengalnews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow