Malda : ভোটের ফল ঘোষণার সাত দিন পরে উদ্ধার তিনটি ব্যালট বাক্স

Malda : ভোটের ফল ঘোষণার সাত দিন পরে উদ্ধার তিনটি ব্যালট বাক্স

Jul 18, 2023 - 15:29
 0  3

ভোট গণনা শেষ হয়েছে ১১ই জুলাই। সেদিনই ফলাফল ঘোষণা হয়েছে পঞ্চায়েত ভোটের। অথচ তার এক সপ্তাহ বাদে উদ্ধার হল সিল করা ব্যালট বাক্স। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গাজোলে। জানা গেছে গাজোল ব্লকের স্ট্রং রুম ও গণনা কেন্দ্র করা হয়েছিল গাজোল এইচ এন এম হাইস্কুলে। এতদিন বন্ধ থাকার পর এদিন স্কুল খুলতে গেলে কর্তৃপক্ষ দেখতে পায় একটি বন্ধ ঘরে প্লাস্টিক মোড়া অবস্থায় পড়ে রয়েছে তিনটি সিল করা ব্যালট বাক্স। ওই ব্যালট বাক্স গুলি গাজলের ২০৭ নম্বর বুথের বলে জানা গিয়েছে। এদিকে ওই ঘটনা সামনে আসার পরই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে উদ্ধার করে ব্যালট বাক্সগুলি। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন গাজোলের বিজেপি বিধায়ক সহ কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে উপস্থিত হন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। গোটা ঘটনায় শাসক দল তৃণমূলের সঙ্গে গাজোলের বিডিও ও পুলিশের প্রত্যক্ষ আঁতাতের অভিযোগ তোলেন তিনি। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে গাজোলের পথে নামেন বিজেপি নেতাকর্মীরা। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। গাজলের তৃণমূল ব্লক সভাপতি তথা বিজয়ী জেলা পরিষদ সদস্য দীনেশ টুডু জানান, পায়ের তলায় জমি না থাকাতেই তৃণমূলকে বদনাম করার জন্য পরিকল্পিতভাবে এসব কান্ড ঘটাচ্ছে বিজেপি। #breakingnews #newstoday #malda #panchayatelection #gazole #westbengal #viralvideo #today_breaking_news  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow