South 24 pargana : অষ্টম শ্রেণীর ছাত্রী ক্যারাটে ন্যাশনাল চ্যাম্পিয়ন : U Bangla TV
South 24 pargana : অষ্টম শ্রেণীর ছাত্রী ক্যারাটে ন্যাশনাল চ্যাম্পিয়ন : U Bangla TV
দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মথুরাপুর থানার মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী অড়িশা শেখ নেপালি ক্যারাটে প্রশিক্ষণের চ্যাম্পিয়ন ,অবিশ্বাস্য হলেও সত্যি, এদিন সকালে মথুরাপুর স্টেশনে নেমে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল এলো সে । ছাত্রীটি দরিদ্র পরিবারের বাবা পেশায় ভ্যান চালক দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার মত অর্থ নেই তাদের । বাবা কোনমতে সংসার চালান। তবু এত কষ্টের মধ্যেও নিজের পড়াশোনা এবং ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে চলেছে জীবনে সাফল্যের সাথে। নেপালি ৫৪৬ জন পার্টিসিপেট এর মধ্যে প্রথম স্থান অধিকার করে সে। বর্তমানে সে ক্যারাটে ব্রাউন বেল অর্জন করেছে। অড়িশার বক্তব্য হল সে জীবনে বড় হতে চায় ন্যাশনাল গেমে যেতে চায় । এই সাফল্যের পরিসীমা পৌঁছে দেওয়ার জন্য কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি মহাশয় সর্বত্রভাবে তার সাহায্যে হাত বাড়িয়ে দিবেন বলেই জানিয়েছেন । তিনি আরো বলেন কোন ছাত্রছাত্রীর প্রতিভাকে বিকশিত করার জন্য তিনি সর্বদা প্রস্তুত আছেন। তাই এদিন অষ্টম শ্রেণির ছাত্রী অড়িশা শেখ কে সবাই কুর্নিশ জানায়
What's Your Reaction?