Malda : অতিরিক্ত ধলতা নেওয়ার অভিযোগ : U Bangla TV
Malda : অতিরিক্ত ধলতা নেওয়ার অভিযোগ : U Bangla TV
মালদহে সরকারি ন্যায্যমূলে ধান ক্রয় কেন্দ্রে অতিরিক্ত ধলতা নেওয়ার অভিযোগ মিল মালিকদের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে কিষাণ মান্ডিতে ধান বিক্রি বন্ধ করে বিক্ষোভ দেখালেন কৃষকেরা। ঘটনাটি ঘটেছে মালদহের পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের কালুয়াদীঘি কিষান মান্ডিতে। কৃষকদের অভিযোগ, যেখানে সরকারি ন্যায্য মূলে ধান ক্রয় নির্দেশিকা রয়েছে অথচ মিল মালিকেরা অত্যাধিক পরিমাণে কুইন্টাল প্রতি ৩ থেকে ৫ কিলো ধলতা নিচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি আনলোড করার ক্ষেত্রেও কুলিরা টাকা নিচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগ তুলে দীর্ঘক্ষণ ধান বিক্রি বন্ধ করে বিক্ষোভ দেখান চাষিরা। যদিও পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মালদা থানার পুলিশ এবং পরিস্থিতি স্বাভাবিক করে। এবিষয়ে পুরাতন মালদা ব্লক আধিকারিক সেঁজুতি পাল মাইতি জানান, চাষীদের অভিযোগটা শুনেছি। সেখানে বর্তমানে ধান বিক্রি বন্ধ আছে। তবে আমরা বিষয়টা প্রশাসনিক দিক থেকে খতিয়ে দেখছি। #malda #maldanews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?