Murshidabad : আইকর দফতরের তল্লাশি : U Bangla TV
Murshidabad : আইকর দফতরের তল্লাশি : U Bangla TV
আইকর দফতরের তল্লাশির মধ্যেই অসুস্থ বাইরন বিশ্বাস! নিয়ে যাওয়া হল হাসপাতালেবুধবার সকাল থেকেই বাইরন বিশ্বাসের পরিবারের মোট সাতটি জায়গাতে আয়কর দপ্তরের তল্লাশি চলছে। এর মধ্যে সাগরদিঘির বিধায়ক পরিবারের ও2 (o2)স্কুল এবং হাসপাতালের ডিরেক্টর।সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানার মধ্যেই বুধবার রাতেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে। অন্যদিকে জেরার মধ্যেই তার বাবা কান্নায় ভেঙে পড়েন। বুধবার সাত সকালে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসের ধুলিয়ানের বাড়িতে হানা দিল আয়কর দপ্তরের একটি দল। আজ সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে হঠাৎই বাইরন বিশ্বাসের বাড়িতে পৌঁছে যান আয়কর দপ্তরের কর্তারা। এরপরই তারা বাড়ি জুড়ে তল্লাশি শুরু করেছেন বলে জানা গেছে। এর পাশাপাশি আয়কর হানা চলছে বাইরনের একটি স্কুল এবং রাসায়নিক কারখানাতেও। বিধায়কের বাড়ির সামনে অনেকেই জড়ো হলেও কাউকেই বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সূত্রের খবর- তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগ থাকায় তাঁর বাড়িতে আয়কর দপ্তরের তরফ থেকে এই তল্লাশি শুরু হয়েছে। তৃণমূল বিধায়কের পারিবারিক বিড়ি ব্যবসা সহ হাসপাতাল ,রাসায়নিক উৎপাদন প্রভৃতি একাধিক ব্যবসা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য সাগরদিঘির প্রাক্তন বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে খালি হওয়া ওই আসনে উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হন বাইরন বিশ্বাস ।পরে তিনি তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কানাই চন্দ্র মন্ডল বলেন,'বাইরন বিশ্বাসের পরিবারের বহু ব্যবসা রয়েছে ।তারা সরকারকে যথাযথ আয়কর দিয়েই ব্যবসা চালায়। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল বিধায়ক এবং তৃণমূল দলকে কালিমালিপ্ত করার জন্য বিজেপির নির্দেশে এই আয়কর হানা চালানো হয়েছে।'তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির জঙ্গিপুর সংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন,' কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি নিয়ন্ত্রণ করেনা ।বিধায়কের বিরুদ্ধে নিশ্চই কোনও আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে ।তাই এই হানা চলছে। #murshidabad #murshidabadnews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?