Malda : দোলের জন্য ১২ টন আবির প্রস্তুত : U Bangla TV

Malda : দোলের জন্য ১২ টন আবির প্রস্তুত : U Bangla TV

Mar 21, 2024 - 15:11
 0  3

হাতে গোনা আর মাত্র কদিন পরেই দোল উৎসব । আর এই দোল উৎসবের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে অধিকাংশ আবির প্রস্তুতকারক । সে দিকে লক্ষ্য রেখেই পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন-- কালিতলা এলাকায় শুরু হয়েছে আবির এবং রং তৈরি কর্মযজ্ঞ। যদিও কয়েক বছর ধরে হারবাল আবিরের চাহিদা সাধারণ মানুষের মধ্যে অনেকটাই বেড়েছে। আর সেদিকে লক্ষ্য রেখেই কালিতলা বাজার এলাকায় রাতদিন এক করে চলছে আবির তৈরির কাজ। রং এবং আবির বিক্রেতাদের বক্তব্য, ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে আবির এবং রঙের বায়না আসতে শুরু করেছে। যদিও হারবাল আবিরের ওপরই চাহিদা রয়েছে পাইকারি ক্রেতাদের। সে ক্ষেত্রে এবার হোলি উৎসবের প্রাক্কালে হারবাল আবিরের ওপরে বেশি করে জোর দেওয়া হয়েছে এবং সেই হারবাল আবির বাইরে থেকে এনে যোগান দিতে হচ্ছে। সাহাপুর গ্রাম পঞ্চায়েতের কালিতলা বাজার পাড়া এলাকার ব্যবসায়ী বিমল পাল বলেন, বহু বছর ধরে তারা এই পেশার সঙ্গে যুক্ত আছেন । মাত্র ১০ দিন পরিশ্রম করে আবির তৈরি করা হয় এবং দুই ধরনের আবির তৈরি করা হয় ,একটি হচ্ছে ক্যালসিয়াম আবির এবং অন্যটি হচ্ছে ফ্যানচোক আবির । এবারে প্রায় ১২ টন আবির তৈরি করা হয়েছে । এখানে কোন রাসায়নিক উপকরণ দেওয়া হয় না । যা হয় সম্পূর্ণ জৈব প্রক্রিয়ায়। হারবাল আবিরের চাহিদা মানুষের মধ্যে বিপুল হারে বেড়েছে তাই এরই মধ্যে আবির তৈরীর প্রস্তুতি শুরু হয়েছে। বহু জায়গা থেকে আবির ও রঙের বায়না আসছে। ইতিমধ্যেই তারা কারিগড়ের মাধ্যমে কারখানায় কাজ শুরু করে দিয়েছেন |

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow