Kurigram : ফুলবাড়ীতে বোরো রোপণে ব্যস্ত কৃষকেরা : U Bangla TV
Kurigram : ফুলবাড়ীতে বোরো রোপণে ব্যস্ত কৃষকেরা : U Bangla TV
ফুলবাড়ীতে বোরো রোপণে ব্যস্ত কৃষকেরাকুড়িগ্রামের ফুলবাড়ীতে বোরো রোপণে চলছে কৃষকের ব্যস্ততা। সকাল থেকে শুরু করে দিনভর মাঠে চলছে কৃষকদের মহা ব্যস্ততা। জমিতে পানি সেচ,হালচাষ, বীজতলা থেকে চারা তুলে রোপণ সব কিছু মিলে একেবারে মহা ব্যস্ত হয়ে পড়েছেন কৃষবেরা। তীব্র শীতে কিছু কিছু বোবোর বীজতলা ঝুঁকিতে থাকায় চিন্তিত কৃষকেরা। তবে শীতের তীব্রতার কারণে ধান রোপণ কিছুটা ব্যহত হচ্ছে। উপজেলায় বেশিরভাগ কৃষক এরই মধ্যে শেষ করেছে জমি হালচাষ। কৃষকরা জানান,পৌষ মাসের শেষের দিকে বোরো ধান রোপণের কাজ শুরু হয়ে যায়। কিন্তু এবার ধান রোপণ মৌসুমের শুরুতে প্রচন্ড শীত সেই সাথে ঘনকুয়াশার কারণে মাঘের ১০ দিন গেলেও শীত ও ঠান্ডায় পানির মধ্যে মাঠে নেমে ধান রোপণ কষ্টসাধ্য হয়ে পড়েছে। সে কারণে চলতি মৌসুমে বোরো ধান রোপণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এখন কৃষকেরা পুরো দমে চালাছে চারা রোপণের কাজ। প্রচন্ড শীত ও ঘন কুয়াশার কারণে বীজতলার কিছু বীজও সাদা হয়ে আছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,উপজেলা কৃষি অফিস থেকে প্রদর্শনী রয়েছে। প্রদর্শনী প্রতি কৃষককে প্রণোদনা হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বোরো ধানের উফসি ও হাইব্রীড জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ ছাড়াও বোরো রোপণ চাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ ও রোগবালাই পোকামাকড় নিধন সম্পর্কে পরামর্শ দেয়া অব্যাহত রয়েছে।সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,হাড় কাঁপানো শীতের মধ্যে জমির কাদায় তীব্র শীতে পানিতে নেমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানের চারা রোপণ করছেন চাষিরা। কেউ চারা রোপণ উপযোগী জমি প্রস্তুতে ব্যস্ত। আবার কেউ বীজতলা থেকে চারা তুলছেন। এ যেন বিস্তীর্ণ মাঠজুড়ে কৃষকদের এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। কৃষকেরা জানান, এবার বীজ,হাল,সারসহ সব কিছুরই দাম বেশি। ২ বিঘা জমিতে ধান লাগাতে প্রায় ৩ হাজার টাকার মতো খরচ হয়েছে,আর তাতে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে বীজতলাও বেশি ভালো হয়নি। #exclusivenews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?