আবহাওয়াবিভাগ রিপোর্
২২ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে রাজ্যে হিট ওয়েব কন্ডিশনের আর কোনো সতর্কবার্তা থাকবেনা। শুক্রবার দুপুর আড়াইটার সময় তাপমাত্রা ছিল আলিপুরে ৩৪.৮ দমদমে ৩৫.৮ সল্টলেকে ৩৫.৬ ডায়মন্ড হারবারে ৩৩.৮ বাঁকুড়ায় ৩৫ শ্রীনিকেতনে ৩৫.৮ আসানসোলে ৩৪.৮ এবং জলপাইগুড়িতে ৩১.২। ২২ থেকে ২৫ তারিখ পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। সেন্ট্রাল উত্তরপ্রদেশে তৈরী হওয়া একটি ঘূর্ণবাতের জোরে বঙ্গোপসাগরের হাওয়া আমাদের রাজ্যে প্রবেশ করছে। ফলে আগামী পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমবে।২১ তারিখ দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে । জলপাইগুড়ি, কুচবিহার,মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে এবং সেই সাথে দক্ষিণবঙ্গেও বৃষ্টির ফলে গরম কমার সম্ভাবনা রয়েছে | #youtube #weather #weathernews #weatherreport @ubanglatvofficial
What's Your Reaction?