টানা ছ'দিন ধরে বিক্ষোভে উত্তাল ফ্রান্স |

টানা ছ'দিন ধরে বিক্ষোভে উত্তাল ফ্রান্স |

Jul 3, 2023 - 18:18
 0  8

আমার মেয়ের মধ্যে জীবন বলতে আর কিছু বেঁচে নেই, ও শেষ হয়ে গিয়েছে। তোমরা এবার দাঙ্গা বন্ধ করো!' অশ্রুবিজড়িত কণ্ঠে স্বদেশ-স্বজাতীয়দের প্রতি আকুল ও আন্তরিক আবেদন রাখলেন ফ্রান্সে পুলিসের গুলিতে নিহত কিশোর নাহেলের দিদা। টানা ছ'দিন ধরে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। পুলিশের গুলিতে ১৭ বছরের কিশোর নাহেল এম হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ। এই পরিস্থিতিতে এবার নাহেলের পরিবারের পক্ষ থেকে বিক্ষোভকারীদের কোনও রকম হিংস্রতায় না জড়ানোর আহ্বান জানানো হল।তিনি দাঙ্গাকারীদের উদ্দেশ্যে বলেছেন, 'ভাঙচুর কোরো না। স্কুলে ও বাসে হামলা চালিও না। বাসের যাত্রীদের মধ্যে অনেক মা রয়েছেন। বাইরে যাঁরা হাঁটছেন, তাঁদের মধ্যেও অনেক মা আছেন। ফ্রান্সে এই বিক্ষোভের শুরু মঙ্গলবার। ওই দিন প্যারিসের শহরতলির নতেঁর একটি চেকিং পোস্টে নাহেলকে গুলি করে হত্যা করেন এক পুলিস কর্মকর্তা। এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তা হিংস্রতায় রূপ নেয়। বিক্ষোভ দমাতে ও লুটপাট বন্ধ করতে ফ্রান্স জুড়ে চলছে ব্যাপক ধরপাকড়। এই পরিস্থিতিতে নাহেলের এক স্বজন বলেন, আমরা কখনোই কাউকে ঘৃণা ছড়াতে বা দাঙ্গায় অংশ নিতে বলিনি। ভাঙচুর কিংবা লুটপাট চালাতেও বলিনি। এখন যা চলছে, সেটা নাহেলের জন্য নয়। নাহেলের স্মরণে রাজপথে শান্তিপূর্ণ মিছিল করা হয়েছে। নাহেলের ওই আত্মীয় অবশ্য পাশাপাশি আশা প্রকাশ করে বলেছেন, চেকপোস্টগুলিতে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে ফরাসি কর্তৃপক্ষ নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে। #breakingnews #newslive #newstoday #tripura #westbengal #today_breaking_news #viralvideo #viralnews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow