Kurigram : প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে মাটি কাটার মহৎ উৎসব : U Bangla TV

Kurigram : মাটি কাটার মহৎ উৎসব : U Bangla TV |

Jan 30, 2024 - 14:52
Jan 30, 2024 - 15:35
 0  4

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে মাটি কাটার মহৎ উৎসব কুড়িগ্রামের রাজারহাটে রাতের আঁধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে। স্কেভেটর দিয়ে ফসলি জমির উপরের অংশ ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায় ও বিভিন্ন স্থাপনা ভরাট কাজে। এতে নষ্ট হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। অতিরিক্ত ওভারলোডিং এর ফলে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা। স্থানীয় কয়েকজন ব্যক্তি,এ বিষয়ে ভূমি অফিসে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ সূত্রে জানা যায়,দীর্ঘ কয়েক বছর ধরে চাকিরপশার ইউনিয়নের জয়দেব হায়াত সহ উপজেলার বিভিন্নস্থানে চলছে ফসলি জমি থেকে মাটি কাটার মহৎ উৎসব। কয়েক সপ্তাহ ধরে সকাল ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত অন্তত ১০ থেকে ১৫ টি স্থান থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। উপজেলায় বৈধ অবৈধ মিলিয়ে প্রায় ৬টি ইটভাটা আছে। এসব ইটভাটায় মাটির চাহিদা পূরণ করতে কৃষিজমি থেকে মাটি নেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে। #exclusivenews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow