Kolkata : সাদা রঙের পৃথিবীর মিউজিক লঞ্চ এবং ডক্টর সোহিনী শাস্ত্রীর বই প্রকাশ : U Bangla TV

Kolkata : সাদা রঙের পৃথিবীর মিউজিক লঞ্চ এবং ডক্টর সোহিনী শাস্ত্রীর বই প্রকাশ : U Bangla TV

Feb 21, 2024 - 19:40
 0  5

সাদা রঙের পৃথিবীর মিউজিক লঞ্চ এবং ডক্টর সোহিনী শাস্ত্রীর বই প্রকাশ হলো। সাদা রংয়ের পৃথিবী... ভারতের বিধবা পাচারের উপর ভিত্তি করে নির্মিত একটি চলচ্চিত্র, ছবিটি থ্রিলার গল্পের মাধ্যমে অন্যান্য উপায়ে কাশীকে উদযাপন করেছে ,যা এখনো ভারতের অনেক বিধবাদের একটি নির্বাচিত আবাসস্থল।শ্রাবণী পাল ও রাজশ্রী দে প্রযোজিত, এই ছবিতে বাংলার ১৯ জন প্রথম সারির অভিনেতা ও অভিনেত্রীদের দেখা যাবে ।গল্পটিতে বিধবাদের দুর্দশা ও তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং বহু পুরানো প্রথা তুলে ধরা হয়েছে । ২০ শে ফেব্রুয়ারি মঙ্গলবার, কলকাতায় এ ডক্টর সোহিনী শাস্ত্রীর বই প্রকাশের পরেই ,‌ সাদা রঙয়ের পৃথিবী কাস্ট এবং ক্রু তাদের মিউজিক লঞ্চ করল।ডক্টর সোহিনী শাস্ত্রী কলকাতার অন্যতম সেরা জ্যোতিষী, তিনি তার সঠিক ভবিষ্যৎ বাণী করার ক্ষমতার জন্য বিখ্যাত, তার শক্তি হলো মহাকাশীয় বস্তুর সারিবদ্ধতা এবং জীবের জীবনের প্রভাব সম্পর্কে বিশাল জ্ঞান । তিনি কেপি জ্যোতিষী, ঐতিহ্যবাহী জ্যোতিষী, হস্তরেখা ইত্যাদির বিষয়ের ওপর পারদর্শী।সাদা রঙয়ের পৃথিবী,চলচিত্রটি ২৩শে ফেব্রুয়ারী সমস্ত প্রেক্ষা গৃহে মুক্তি পাবে,এই ছবিতে অংশগ্রহণ করেছেন,যে সকল কলাকুশলী তারা হলেন , শ্রাবন্তী চ্যাটার্জী, সৌরসেনী মৈত্র, অরিন্দম শীল,অনন্যা ব্যানার্জি, ঋতব্রত মুখোপাধ্যায় ,স্নেহা চ্যাটার্জি, মল্লিকা ব্যানার্জি ,দেবলীনা কুমার, রিচা শর্মা, সোহিণী গুহ রায় ,দেবশ্রী গাঙ্গুলী, স্নেহা চ্যাটার্জি ,ঐন্দ্রিলা বোস ,অরুনাভ দে রায়, ঈশান মজুমদার, মোনালিসা ব্যানার্জি, মল্লিকা ব্যানার্জি, অনুরাধা চৌধুরী, এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভজিৎ মিত্র, আদর্শ টেলিমিডিয়া এবং অমিত আগরওয়াল দ্বারা উপস্থাপিত এবং সুশান্ত সেনগুপ্ত শ্রাবণী পাল ও রাজশ্রী দে প্রযোজিত ছবিটি দর্শকদের মন জয় করবে আশা রাখছেন তারা । ছবিটি মধ্যে রয়েছে রাজনৈতিক ,অপরাধমূলক কাহিনী এবং বিধবাদের দুর্দশার কথা, সর্বশেষে সমস্ত কিছুর উদঘাটন । #newstoday #banglanews #kolkatanews #kolkata  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow