Purba Bardhaman : দুই শিশুর পড়াশুনার দায়িত্ব নিলেন ওসি : U Bangla TV
Purba Bardhaman : দুই শিশুর পড়াশুনার দায়িত্ব নিলেন ওসি : U Bangla TV
ভাতারের বলগোনা বাজারে ভিক্ষা করছিল সন্তোষপুরের দুই নাবালক, তাদের বাড়ি গিয়ে পড়াশোনার দায়িত্ব নিলেন ভাতার থানার ওসি। ওসির ভূমিকায় খুশি এলাকার মানুষ। পূর্ব বর্ধমান জেলার ভাতার বলগোনা বাজারে বিশেষ কাজে গিয়েছিলেন ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসেনজিৎ দত্ত। এরপর তিনি দেখতে পান দুটি নাবালক ছেলে ভিক্ষা করছে। তৎক্ষণাৎ তিনি গাড়ি থেকে নেমে ওই নাবালক দুটি কাছে গিয়ে তাদের নাম ঠিকানা পরিচয় জানেন এবং কেন তারা এই কাজ করছে সে বিষয়ে খোঁজখবর নেন। ওসি জানতে পারেন তাদের বাড়ি ভাতারের সন্তোষপুর গ্রামে, তার বাবার নাম শেখ আশরফ, তিনি শারীরিক ভাবে অক্ষম। মা কাঁথা স্থিচের কাজ করেন, তাতে সংসার চলেনা। তাই বাচ্চাগুলি স্কুল বন্ধ করে ভিক্ষা করছে। তিনি তখনই মুদিখানা থেকে শুরু করে সমস্ত রকম মালপত্র কিনে নিয়ে যান আশরফের বাড়ি। এরপর তার দুই ছেলে ইসমাইল শেখ ও আশরাফিল শেখকের সমস্ত পড়াশোনার দায়িত্ব নেন। তাদের সমস্ত খাতা পেন তিনি কিনে দেন। সেখানেই তিনি থেমে থাকেননি তার মা যাতে মাসে কিছু আয় করতে পারে সে কথাও তিনি ভেবেছেন। ওই বাচ্চাদের মা চম্পা বিবি জানান, তার স্বামী শারীরিকভাবে অক্ষম। সরকারিভাবে একটি ঘর পান তারা এরপর সেই টাকায় ঘর না করতে পেরে কিছুটা জমি ছিল তা বিক্রি করে ঘরটা কোনরকম করেন তিনি । তবে ঘরের কোনো মেরামত করতে পারেননি। সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছেন , তাই লোক লজ্জার মাথা খেয়ে ছেলেগুলোকে ওই কাজে নামিয়েছেন বলেই জানান তিনি । তিনি আরও বলেন বড়বাবু তাদের যে আশ্বাস দিয়ে গেলেন তাতে করে ছেলেদেরকে আর ওই কাজে পাঠাবেন না ওদের পড়াশোনা করাবেন । স্থানীয় বাসিন্দা আব্দুল সেলিম জানান, পুলিশ কেবলমাত্র তাদের থানার কাজে ব্যস্ত থাকেন ।কিন্তু তার বাইরেও যে পুলিশ কাজ করে? এই ভাতার থানার নতুন বড়বাবু প্রসেনজিৎ দত্তকে দেখে শিখলেন তিনি । তিনি আজ যে দায়িত্ব নিলেন তা বলে বোঝানোর ভাষা নেই। তারা ভাতার বাসি হিসাবে চাইবেন উনি সব সময় সুস্থ থাকুন, সাধারণের মানুষের পাশে থাকুক বলেই জানান তিনি । #purbobardhman #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?