Kolkata : শিল্পী ও লেখক ঝর্ণা ভট্টাচার্যের উদ্যোগে আইসিসিআর কৃতিত্বদের সম্মান প্রদর্শন : U Bangla TV

Kolkata : শিল্পী ও লেখক ঝর্ণা ভট্টাচার্যের উদ্যোগে আইসিসিআর কৃতিত্বদের সম্মান প্রদর্শন : U Bangla TV

Jan 21, 2024 - 16:05
 0  6

২০শে জানুয়ারী শনিবার, ঠিক বিকেল সাড়ে পাঁচটায়, হো চি মিন সরণীর ,আই সি সি আর এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে, শঙ্খ ব্রীজ পরিচালিত এবং শিল্পী ও লেখক ঝর্ণা ভট্টাচার্যের উদ্যোগে, প্রায় পঞ্চাশ জন কৃতিত্বদের সম্মানিত করেন, একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে, যেখানে শুভ সূচনাটাও হয় অন্যান্য অনুষ্ঠানের থেকে সম্পূর্ণ আলাদা, কোন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নয়, কোন ফিতে কাটার মধ্য দিয়েও নয়, নতুন আঙ্গিকে ও নতুন রূপে শুভ সূচনা হয় গতকালকের এই অনুষ্ঠানের। শিল্পী ও লেখক ঝর্ণা ভট্টাচার্য্য, বহু ঘাত প্রতিঘাত এর মধ্য দিয়ে এই শঙ্খ ব্রীজ তৈরি করেছেন, এবং গতকাল থেকেই তার পথ চলা শুরু করলেন। শুধু তাই নয় গতকালকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি ২৫ জন বাচ্চাকে নিজের উপার্জনের পয়সা দিয়ে পড়াবার প্রতিশ্রুতি দিলেন। এবং তার খরচ ব্যায়ভার সম্পূর্ণ নিজে করবেন বলে জানালেন। তিনি যে সকল প্রোগ্রাম করেন তার টিকিট বিক্রি করে সেই উপার্জনের টাকা দিয়ে এদের ব্যায়ভার বহন করবেন। শুধু শিশুদের নিয়েই তিনি কাজ করছেন তা নয় তিনি পশু পাখিদেরও স্নেহ ভালোবাসা দিয়ে একইভাবে গড়তে চেয়েছেন, তিনি জানিয়েছিলেন প্রকৃতিতে থাকতে গেলে সবাইকে নিয়েই চলতে হবে তাই তিনি এর নাম দিয়েছি শঙ্খ ব্রীজ যার কোন শেষ নাই। নদীর যেমন স্রোত বয়ে চলে বীজের নিচু দিয়ে, তেমনি এই শঙ্খ ব্রীজ এগিয়ে যাবে আগামী দিনে, সবার সহযোগিতা নিয়ে, শুধু এই প্রোগ্রামের মধ্য দিয়েই নয়, এখান থেকে বেরিয়েও যেন একইভাবে সহযোগীতা করেন এবং সবাই পাশে থাকেন, গতকালকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রপরিচালক ও ডিরেক্টর অনিক দত্ত, সংগীতশিল্পী রীতা দে, ডিএসপি, সিআইডি অরুন বাবু, প্রফেসর ও সংগীতশিল্পী সুজয় বিশ্বাস, লেখক সুরভী বন্দ্যোপাধ্যায়, সুরকার মল্লার ঘোষ ,অভিনেত্রী মল্লিকা ঘোষ, বসাক ইন্টেরিয়র এর কর্ণধার সঞ্জীব বসাক, দূরদর্শন খ্যাত সঞ্চালক সতীনাথ মুখোপাধ্যায়, প্রফেসর আনন্দ বাউরী, ডক্টর পূর্ণেন্দু রায়, সঞ্চালক মৌলি গঙ্গোপাধ্যায় ও মোনালিসা বিশ্বাস, অভিনেতা সাহেব চ্যাটার্জী, অভিনেতা রুদ্রনীল ঘোষ, সহ বিশিষ্ট অতিথিরা,। গতকালকের অনুষ্ঠান, ঝরনা ভট্টাচার্যের একটি কবিতাও গানের মধ্য দিয়ে শুভ সূচনা হয় এবং সকল অতিথিদের একে একে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সম্মানিত করেন। প্রায় ৬০ থেকে ৬৫ জন কৃতিত্বদের এই অনুষ্ঠানে সম্মানিত করা হল, যাহারা সব সময় মানুষের পাশে থাকেন, পশু পাখি জীবজন্তু দের পাশে থাকেন, যাহারা নিজেদের জীবন বিপন্ন করে আরেকটা মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাহারা দেশকে রক্ষা করার জন্য সহযোগিতা করেন এবং যাহারা একটা মানুষের প্রাণকে ফিরিয়ে দেয়ার চেষ্টা করেন সেই সকল কৃতিত্বদের সম্মানিত করেছিলেন। সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে বিশিষ্ট অতিথিরা বলেন সত্যিই তারা গর্বিত যে তাদেরকে এইভাবে সম্মানিত করা হল এবং তাদের কাজকর্মের ধারাকে আরো প্রসারিত করার উদ্যোগ দেখালেন, তারা এটুকুই কামনা করবেন , শঙ্খ ব্রীজ আরো বড় হোক, সমুদ্রের স্রোতের মতো এগিয়ে চলুক, তারা পাশে থাকবেন। #kolkatanews #kolkata #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow