Kolkata : সরস্বতী পুজো মানে আলাদা আনন্দ : U Bangla TV

Kolkata : সরস্বতী পুজো মানে আলাদা আনন্দ : U Bangla TV

Feb 13, 2024 - 13:22
 0  1

বামনগাছীর বাড়ীর সরস্বতী পুজো মানে , এলাকার মানুষদের আলাদা আনন্দ। রাত পোহালে সরস্বতী পুজো তাই ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রতিমা নিয়ে যাওয়ার পালা, বাড়ির অভিভাবক থেকে শুরু করে স্কুলের দিদিমনিরা এবং ক্লাবের সদস্যরা ভিড় জমিয়েছেন কুমারটুলি থেকে শুরু করে বিভিন্ন বাজারে বাজারে, পসরা সাজিয়ে বসে আছেন প্রতিমা শিল্পীরা । রাত পোহালেই শুরু হবে সরস্বতী পুজো অন্যদিকে ভ্যালেন্টাইনস ডে, তাই এবারের পূজোটা একটু অন্যভাবে সেজে উঠবে, আনন্দে মেতে উঠবে সকলে ।প্রতিমা শিল্পীরা জানান, তারা প্রতিমা তৈরি করেছেন ছোট থেকে বড় সাইজের এবং ২০০ ও ৫০০ টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত । ক্লাব কর্তৃপক্ষরা যেভাবে অর্ডার দিয়েছেন,তারা সেই ভাবেই প্রতিমার কাজ শেষ করতে পেরেছেন বলে জানান। কুমারটুলি পাড়ায় আগত ঠাকুর আনতে আসা ৩২ তম বর্ষে পদার্পণ করছে, বামনগাছীর বাড়ির পুজো । রাজদীপ দাস এর উদ্যোগে বাড়ির পুজো হলেও তিনি বলেন, পুজোটা বামনগাছি এলাকার সকল মানুষের, পাঁচ দিন ধরে আনন্দ করে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই এই পুজোটা সম্পন্ন হয়। তিনি আরো বলেন এই পুজোটি তার বাবা শুরু করে গিয়েছিলেন, তিনি চেষ্টা করছেন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার । তিনি শুধু ওনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছেন এবং চলার চেষ্টা করেছেন বলেই তিনি জানান। বামনগাছি এলাকার মানুষেরা এবং মহিলারা যে ভাবে তার পাশে থেকে এই পুজোকে সাজিয়ে তোলেন তাদেরকে তিনি কৃতজ্ঞতা জানান ।প্রতি বছরই মহিলারা একত্রিত হয়ে একটি করে থিম তুলে ধরেন, এবারও তারা থিম তুলে ধরেছেন,, ডাক বাংলো,, তার মধ্যে সামঞ্জস্য রেখেই প্রতিমা তৈরি করিয়েছেন । একটা বাড়ির পূজো যে এত বড় হতে পারে সেটা এদিন কুমারটুলিতে দাঁড়িয়ে বোঝা গেল এবং যেভাবে মহিলারা অনূর্ধ্ব নীতি থেকে শুরু করে শঙ্খ বাজিয়ে মাকে নিয়ে গেলেন সেটা সত্যিই প্রশংসনীয়।এই পুজোতে স্বনামধন্য ব্যক্তিরা এসে ফিতা কেটে শুভ সূচনা করেন এবারেও অভিনেতা রুদ্রনীল ঘোষ উদ্বোধন করবেন । বুধবার,সারাদিন ধরে থাকছে বিভিন্ন অনুষ্ঠান ও ভোগের আয়োজন প্রভৃতি | #kolkatanews #kolktata #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow