Exclusive News : গ্রীষ্মের রুপচর্চায় অ্যালোভেরা : U Bangla TV

Exclusive News : গ্রীষ্মের রুপচর্চায় অ্যালোভেরা : U Bangla TV

Jun 13, 2024 - 16:08
 0  1

এই অসম্ভব গরমে বাইরে বেরোচ্ছেন ? নিশ্চই মুখে অনেক ট্যান পড়েছে ? ঘামে-গরমে চুলকাচ্ছে স্ক্যাল্প? আর পার্লারে যাওয়ার সময় পাচ্ছেন না ! সময় থাকলে ও সাধারন মানুষের  সাধ্যের বাইরে চলে যায় পার্লারের খরচ। চলুন ঘরয়া উপায়ে সল্প খরচে জেনে নিন এর থেকে বাঁচার উপায়। 
গরমে ত্বক ও চুল ভাল রাখতে  অ্যালোভেরা জুরি মেলা ভার, নিশ্চই ভাবছেন, কীভাবে ব্যবহার করবেন?
অ্যালোভেরা রুক্ষ ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে ৷ গরমের মরশুমে অ্যালোভেরা জেল ব্যবহারের অনেক উপকারিতা আছে ৷ এটি ত্বকের জ্বালা, লাল হয়ে যাওয়া ও ব়্যাশ থেকেও রক্ষা করে ৷ 
১ . অ্যালোভেরার সঙ্গে হলুদ , মধু ও সামান্য গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

প্যাচপ্যাচে গরমের  কারণে পিছু নিয়েছে স্ক্যাল্পে চুলকানি। অ্যালোভেরা  ছোঁয়াতেই চুলকানি দূরে পালাবে। স্ক্যাল্পে চুলকানি কমাতে কীভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করবেন, তা জেনে নিন 
১.অ্যালোভেরা জেল কিনতে পারেন। নাহলে ঘরে থাকা অ্যালোভেরা গাছের পাতা থেকেই রস বের করে নিন। সেই রস ১৫-২০ মিনিট ধরে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করুন। তারপর ১ ঘণ্টা অপেক্ষা করে ঠান্ডা জলে চুল ধুয়ে নিন। এতেই স্ক্যাল্পের চুলকানি অনেকটা কমবে। সপ্তাহে দু' দিন এইভাবে অ্যালোভেরা লাগালে ফলাফল মিলবে দ্রুত। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow