পুরুলিয়া : আদিবাসী কুড়মী সমাজের বিশাল জন সমাবেশ।
যত দিন যাচ্ছে দিন দিন কুড়মী আন্দোলন ততই তীব্র হচ্ছে।আজ পুরুলিয়া জেলার বান্দোয়ানে আদিবাসী কুড়মী সমাজের ডাকে বান্দোয়ান বাসস্ট্যান্ড থেকে ব্লক মোড় হয়ে মাহাত পাড়া পর্যন্ত বিশাল রেলি হয়।। এই রকম সংখ্যায় মানুষজনের সমাগম নিয়ে হয়তো এর আগে বান্দোয়ানবাসী দেখেনি। রেলি শেষে বান্দোয়ানের মাহাত পাড়ায় মদন মাহাতোর মুর্তির সামনে একটি সভা আয়োজন করা হয়। আজকের কর্মসূচিতে তাদের প্রধান দাবী ছিল। কুড়মী জাতিকে পুনরায় st তালিকা ভুক্ত করতে হবে। কুড়মালি ভাষাকে অষ্টম তপশিলির অন্তর্ভুক্ত করতে হবে।সারনা ধর্মের কোঠ চালু করতে হবে। আজ তাদের একাধিক নেতৃত্ব রাজ্য ও কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেন।
What's Your Reaction?