ধাপার রাসায়নিক গুদামে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। প্রবল আতঙ্কে এলাকার বাসিন্দারা।

Jul 2, 2024 - 13:35
 0  5
1 / 1

1.

খাস কলকাতার ধাপার মাঠপুকুরে রাসয়ানিক গুদামে আগুন। দাউ দাউ জ্বলছে লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। একের পর পর কারখানার ভিতর থেকে আসছে বিস্ফোরণের শব্দ। প্রাথমিকভাবে আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগায় স্থানীয়রা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। প্রবল আতঙ্কে এলাকার বাসিন্দারা। 

জানা গিয়েছে, ধাপার মাঠপুকুর এলাকার ওই রাসায়নিকের গুদামের চারপাশে রয়েছে বাড়ি। মঙ্গলবার বেলা ১১.৩০ নাগাদ এলাকার বাসিন্দারা ধোঁয়া দেখতে পান। এর পরই নজরে পড়ে লেলিহান শিখা। দেখতে পান, এলাকায় থাকা রাসায়নিক গুদাম থেকে দাউ দাউ করে বেরচ্ছে ধোঁয়া। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পাঁচটি ইঞ্জিন ও পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। এদিকে একের পর এক কারখানার ভিতর থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow