Purulia : রাস্তা নিয়ে চরম দুর্ভোগ : U Bangla TV
Purulia : রাস্তা নিয়ে চরম দুর্ভোগ : U Bangla TV
ইন্দকুড়ি মানবাজার বাইপাস রোড কয়েকদিন আগে রাস্তা খনন করা হয়েছিল ঢালাই রাস্তা হবে বলে। কিন্তু তা আর নির্মাণ হয়নি গত দুই মাস ধরে। রাস্তার মধ্যে জমেছে ধুলো, বালি সেই ধুলো বালি স্থানীয় মানুষজনের বাড়িতে ঢুকছে তাতে শারীরিক অসুস্থতা বোধ করছে স্থানীয়রা । সেই কারণে রবিবার সকালে মানবাজার ইন্দকুড়ি বাইপাস রোড অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ দুমাস ধরে এই রোড ঢালাই রাস্তা হবে বলে জানিয়েছিল কিন্তু তা এখনো পর্যন্ত নির্মাণ হয়নি। এই বিষয়ে প্রশাসনকে মৌখিকভাবে বলা হয়েছিল। যারা রাস্তার কাজ করছেন তারা বলেছিলেন দিনে দুবার জল দেওয়া হবে রাস্তায়, যাতে ধূলো না উড়ে কিন্তু প্রথম প্রথম দুদিন জল দেওয়া হয়েছে তারপর আর দেয় না। তাই আজকে আমরা পথ অবরোধ করেছি। যতক্ষণ না পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছে ততক্ষণ আমরা পথ অবরোধ তুলব না। রাস্তা অবরোধের ফলে কিছুক্ষণ ইন্দকুড়ি মানবাজার বাইপাস রোড অবরুদ্ধ হয়ে পড়ে। যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তারপর ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার পুলিশ প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে অবরোধ তুলে নিতে বলা হয় কিন্তু স্থানীয় বাসিন্দারা তাতেও পথ অবরোধ তোলেনি । কিছুক্ষণ পরে মানবাজার ব্লক এর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ পাত্র এসে পৌঁছায়, স্থানীয়দের সাথে কথা বলেন এবং কথা দেয় আমি নিজে দাঁড়িয়ে থেকে এই রাস্তায় দু'বার জল দেওয়া করাবো।সহ-সভাপতির কথা শুনে পথ অবরোধ তুলে নেয় স্থানীয়রা। তবে স্থানীয়রা আরো জানান যদি এই রাস্তায় দিনে দু'বার জল দেওয়া না হয় তাহলে রাস্তা আবার অবরোধ হবে। #purulia #purulianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?