Assam : কাঠিগড়ার একমাত্র উচ্চতম শিক্ষা কেন্দ্র গ্রীন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল : U Bangla TV

Assam : কাঠিগড়ার একমাত্র উচ্চতম শিক্ষা কেন্দ্র গ্রীন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল : U Bangla TV

Feb 28, 2024 - 14:21
 0  6

শিক্ষা হলো জাতির মেরুদন্ড, শিক্ষার কোন মূল্য থাকেনা যদি সে মানুষ হতে না পারে, বা শিশুকে একটি সম্পূর্ণ মানবসম্পদ হিসাবে গড়ে তুলতে না পারে। সেই শিক্ষা কি কাজের ? আমরা জানি শিক্ষাই আমাদের সঠিক পথে নিয়ে যেতে পারে। কাঠিগড়ার একটি আদর্শ গুণগত বিদ্যালয়, এই বিদ্যালয়টির নাম গ্রীন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল। এ বিদ্যালয়টি ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রদানের প্রতি ভীষনভাবে দায়বদ্ধ। গ্রীন ভ্যালি স্কুলটি ২০২৪ - ২৫ শিক্ষাবর্ষের জন্য ‐--কে জি থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত ,নতুন নাম ভর্তির জন্য অতি কম মূল্যতে, ছাত্রছাত্রীকে নাম ভর্তি করছে এই বিদ্যালয়টি । ২০২৪ - ২৫ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীদের আর্থিক সুবিধার্থে ১০০ টাকা করে নিয়ে নাম ভর্তি করানো হয় এই বিদ্যালয়টিতে। গত বছর উচ্চতম মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় ১০০% নাম্বার লাভ করে সফলতা অর্জন করেছে কাঠিগড়ার গ্রীন ভ্যালি সেকেন্ডারি স্কুলটি। #assam #assamesenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow