Assam : গোলকগঞ্জে গরু সমেত পাচারকারী পুলিশের জালে : U Bangla TV

Assam : গোলকগঞ্জে গরু সমেত পাচারকারী পুলিশের জালে : U Bangla TV

Feb 28, 2024 - 14:38
 0  4

আজব দেশের গজব দৃশ্য, গরু চুরি করে বাইকে করে নিয়ে যাওয়ার পথে উলটিয়ে পড়ল খাইয়ে। পুলিশের হাতে ধরা পরল গরু সমেত পাচারকারী। রাতের অন্ধকারে, গোলকগঞ্জের উত্তর রায়পুর রেল গেটে-- নিয়মিত তল্লাশি চালিয়ে আসছিল গোলকগঞ্জ থানার-- যানবাহন শাখার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় রায়। ঠিক সেই সময় উদয় রায়ের নেতৃত্বে একটি পুলিশের দল , AS17K 4517 নাম্বারের একটি বাইক পশ্চিমবঙ্গ থেকে ধুবরির অভিমুখে যাওয়ার সময় , দুই গরু পাচারকারী-- পুলিশকে দেখে অন্যদিকে যাওয়ার সময় ,খাইয়ের মধ্যে উল্টে পড়ল বাইক সমেত পাচারকারী। এবং সে থেকে একজন পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে ,কিন্তু অপর এক পাচারকারী পুলিশের হাতে ধরা পড়ে । পরবর্তী সময়ে ওই বাইক সমেত পাচারকারীকে ধরে নিয়ে আসার পর, বস্তায় বেঁধে রাখা একটি গরু উদ্ধার করল পুলিশ। আটক করা পাচারকারী যুবক, দক্ষিণ শালমারা মুঠাপাড়ার জাবেদুর ইসলাম বলে জানতে পারা গেছে। উল্লেখ্য যে বিগত কিছুদিন ধরে, একাংশ পাচারকারী--- গরু বস্তায় ভরে বাইকে করে পাচার করে থাকার তথ্য সামনে এসেছে । #assam #assamesenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow