Kolkata : হাতের অস্ত্রপ্রচারে নয়া দিশা দেখাচ্ছে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল : U Bangla TV
Kolkata : হাতের অস্ত্রপ্রচারে নয়া দিশা দেখাচ্ছে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল : U Bangla TV
কলকাতায় পূর্ব ভারতের অন্যতম প্রধান বেসরকারি হসপিটাল মেডিকাতে আয়োজিত হবে হাতের অস্ত্র পাচারের ওপর একটি অ্যাডভান্সড কোর্স । গত শুক্রবার ২৩ শে ফেব্রুয়ারি এক সাংবাদিক বৈঠক করে এই কথা জানানো হয় মেডিকা সুপার স্পেশালিস্ট হসপিটালের তরফ থেকে । এই ওয়ার্কশপটি হতে চলেছে ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি। দুদিন ব্যপী এই ওয়ার্কশপে থাকছে ইন্ডিয়ান সোসাইটি ফর সার্জারি অফ দ্যা হ্যান্ড এবং ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। এই সাংবাদিক বৈঠকে ওয়ার্কশপের বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অফ মেডিকা গ্রুপ অফ হসপিটাল সহ গ্রুপ ডিরেক্টর-অর্থপেডিক, রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন এবং আর্থ্রোস্কপিক স্পেশালিস্ট অর্থোপেডিক ড. বিকাশ কাপুর এবং সিনিয়র কনসালটেন্ট, হ্যান্ড ও পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জেন তথা ফ্যাকাল্টি ডিএনবি অর্থোপেডিক, মেডিকা ইনস্টিটিউট অফ অর্থোপেডিক সাইন্স ড. অনির্বাণ চ্যাটার্জী । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডাক্তাররা বলেন কোন আপাতকালীন পরিস্থিতিতে শরীর থেকে হাত আলাদা হয়ে গেলে বা কোনভাবে গুরুতর জখম হলে কিভাবে আমরা সেটা সংরক্ষণ করে হসপিটাল অব্দি নিয়ে যাব তার একটা প্রাথমিক ধারণাও তারা দেন। #kolkatanews #kolkata #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?