Kolkata : শুরু হল সাতচল্লিশ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা : U Bangla TV
Kolkata : শুরু হল সাতচল্লিশ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা : U Bangla TV
কলকাতা বইমেলাতে প্রকাশিত হলো কবি তথা সাহিত্যিক সোনালী মিত্রের লেখা সাহিত্য আগুনের পরশমণি। বাবলু প্রামানিক দক্ষিণ চব্বিশ পরগনার কলকাতা বইমেলা ২০২৪ এ সমরেশ বসু মঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই বই প্রকাশিত হলো। উপস্থিত ছিলেন দীর্ঘদিনের বলিষ্ঠ সাংবাদিক এবং সাহিত্যিক অমর নস্কর। অমর নস্করের হাত দিয়েই এই বই প্রকাশ করল সাহিত্যিক সোনালী মিত্র। সাহিত্যের মূল বিষয় ওমেন্স এম পাওয়ার। বাঙালি শিক্ষিত ও মধ্যবর্তী পরিবারে জন্ম নেওয়া 'দীপশিখা' এর মূল চরিত্র। পুরুষ শাসিত এই সমাজে যাঁতা কলে কিভাবে নারীরা ধীরে ধীরে পৃষ্ট হয় তার উপরেই এই সাহিত্য রচিত হয় অগ্নিশিখা। ঘটনাচক্রে ক্রমেই এই মেয়ে হয়ে ওঠে দুর্বার অগ্নি বলাকা। সাহিত্যিক সোনালী মিত্র জানান এই বই প্রত্যেকেরই পড়া উচিত। এতে শুধু নারী শক্তি নয় আছে কিছু সামাজিক দিক যেটা সমাজের অন্য আঙ্গিক প্রকাশ পায়। অগ্নিশিখা কলকাতা বইমেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে। #kolkatanews #kolkata #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?