Kolkata : চিত্র প্রদর্শনী শুভ সূচনা : U Bangla TV
Kolkata : চিত্র প্রদর্শনী শুভ সূচনা : U Bangla TV
চিএশিল্পী বিশ্বরূপ পালের একক চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ও অন্য শিল্পীদের আকর্ষণ করলো। কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস এর সাউথ গ্যালারিতে বিশ্বজিৎ পালের একক প্রদর্শনী শুভ সূচনা হলো প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ও বিভিন্ন স্বনামধন্য শিল্পীদের উপস্থিতিতে,উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথি ও চিত্রশিল্পী সুমিত বেরা, বৈশাখী পাল, অনুষ্কা চৌধুরী সহ আরো অন্যান্য শিল্পীরা ও অতিথিরা। প্রায় দেড়শটিরও বেশি ছবি প্রদর্শনীতে ঠাঁই পায়, শুভ সূচনার পর অতিথীদের বরণ করে নেন চিত্রশিল্পী বিশ্বরূপ পাল, এই প্রদর্শনী চলবে ২২শে মে থেকে ২৮শে মে পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত, সকল শিল্পী ও দর্শকদের দেখার সুযোগ থাকছে, একাডেমি অফ ফাইন আর্টসে বিভিন্ন রকমের প্রদর্শনী হলেও, এই ধরনের প্রদর্শনী হয় না বললেই চলে, যেখানে বিশ্বরূপ পাল ছবিগুলি ফুটিয়ে তুলেছেন একটি অন্য আঙ্গিকে, এই ছবিগুলি দেখে অনেক শিল্পীর মনে পড়ে গেল উত্তম কুমার ও সুচিত্রা সেনের কথা , যেখানে রঙিনে নয়, সাদাকালো তার ছবিগুলি হলে পরিবেশন হত, তেমনি বিশ্বরূপ পাল একইভাবে চেষ্টা করেছেন, সাদা-কালোর মধ্য দিয়ে ছবিগুলিকে ফুটিয়ে তোলার , প্রতিদিনের জার্নিকে মাথায় রেখেই এই ছবিগুলি তিনি তৈরি করেছেন, তবে যে সকল স্বনামধন্য চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন তারা বলেন সত্যিই ছবিগুলি সম্পূর্ণ আলাদা, যেভাবে সাদাকালো ফুটিয়ে তুলেছেন নিত্যদিনের জার্নি নিয়ে, এবং ছবিগুলির মধ্যে একটা আলাদা মাহাত্ম্য আছে। #kolkatanews #kolkata #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?