Kolkata : গতকাল কলকাতা খাদ্য ভবনের সামনে রেশন ডিলারদের ধর্ণা ও ডেপুটেশন : U Bangla TV

Kolkata : গতকাল কলকাতা খাদ্য ভবনের সামনে রেশন ডিলারদের ধর্ণা ও ডেপুটেশন : U Bangla TV

Dec 30, 2023 - 16:21
 0  2

গতকাল সকাল ১১ টা থেকে বিকাল চারটা পর্যন্ত কলকাতার খাদ্য ভবণের সামনে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ডাকে, ধর্ণায় বসলেন এবং ডেপুটেশন দিলেন রেশন ডিলাররা।। তারা জানিয়ে দিলেন যদি সরকার তাদের কথা মেনে না নেয়, তবে তাঁরা রেশন দেওয়া বন্ধ করতে বাধ্য হবেন। কেন্দ্র ও রাজ্য সরকারের দমনমূলক নীতির কারণে হতাশায় ও অনটনে ভুগছেন রেশন ডিলাররা।। তাই এই ভ্রান্ত নীতির ফলে গ্রাহকরাও তাদের কে বিভিন্নভাবে আক্রমণ করছেন এবং কথা শোনাচ্ছেন।। প্রায় ১৫০ থেকে ২০০জন রেসন ডিলার গতকাল এই ধর্ণায় শামিল হন।।ধর্ণা মঞ্চে তারা জানিয়ে দেন, পয়লা জানুয়ারী ২০২৪ সোমবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালীন জন্য রেশন বন্ধ থাকবে । ১৬ই জানুয়ারী ২০২৪, মঙ্গলবার, সকাল ১১ টায় দিল্লী রামলীলা ময়দানে জমায়েত হবেন। ১৬ই জানুয়ারী মঙ্গলবার ,সংসদ অভিযান ও মাননীয় প্রধানমন্ত্রীকে গন ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশন। ধর্ণা মঞ্চে মুর্শিদাবাদের এক গ্রাহক ও স্থায়ী বাসিন্দা আসলাম সেক এর একটি চিঠি সবার সামনে তুলে ধরেন তারা, সেই চিঠিতে গ্রাহক জানান, তাঁর 5টি রেশন কার্ড আছে।। গত অক্টোবর এবং নভেম্বর মাসের ইপিওএস অনুযায়ী চারটি রেশন কার্ডের দ্রব্য পেয়েছেন।। কিন্তু কম্পিউটার চেকিং করে দেখা যায় তার পাঁচটি কার্ডই আধার লিঙ্ক । দুমাস যাবত একটি কার্ডের কোন সুবিধায় পাচ্ছেন না বলে গ্রাহক অভিযোগ করেন।। কেন আধার লিঙ্ক থাকা সত্ত্বেও রেশন পাননি ,তার উত্তর চাইছে গ্রাহক।। #kolkata #kolkatanews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow