South 24 Pargana : বিয়ের পিঁড়িতে বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতনতার বার্তা এলাকাবাসীর |

May 13, 2023 - 13:17
 0  4

বিয়ের মঞ্চ প্রস্তুত, বরপক্ষ কনেপক্ষ সবাই উপস্থিত হয়েছে বিয়েতে। রীতি মেনেই গায়ে হলুদ থেকে শুরু করে সমস্ত কাজই হল কিন্তু বর আর কণে কোথায়? বর আর কনে কে, তা শুনলে একটু হলেও অবাক হবেন আপনি। বিবাহ বন্ধনে আবদ্ধ হলো বটবৃক্ষ ও  অশ্বত্থবৃক্ষ। কি শুনে অবাক হচ্ছেন? রায়দিঘি বিধানসভার দক্ষিণ জয়কৃষ্ণপুর নারায়নীতলা অবৈতনিক বিদ্যালয়ের প্রাঙ্গণে রীতি মেনেই বিবাহ দেয়া হলো বটবৃক্ষ ও অশ্বত্থবৃক্ষর । কন্যা পক্ষ বটবৃক্ষের সাথে বিবাহ হল বরপক্ষ অশ্বত্থবৃক্ষ এর । উপস্থিত ছিল কন্যা পক্ষ বটবৃক্ষের পিতা কানাইলাল শিকারি ও বরপক্ষ অসত্য গাছের পিতা কালিপদ সামন্ত । মূলত হিন্দু শাস্ত্র মতে সমস্ত রীতি মেনেই এই বিবাহ দেয়া হলো। পাশাপাশি গ্রামবাসীর দাবি,  যেভাবে বিশ্ব উষ্ণায়নের পথে এগোচ্ছে গোটা বিশ্ব সেই জায়গায় দাঁড়িয়ে বেশি করে গাছ লাগানো প্রয়োজন আর এই বিবাহ বন্ধনের মধ্যে দিয়েই প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তাই তারা পৌঁছে দিতে চায় 'গাছ লাগাও প্রাণ বাঁচাও'।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow