Jalpaiguri : হাতির দাঁত সহ তিন পাচারকারীকে গ্রেফতার : U Bangla TV
Jalpaiguri : হাতির দাঁত সহ তিন পাচারকারীকে গ্রেফতার : U Bangla TV
হাতির দাঁত সহ তিন পাচারকারীকে গ্রেফতার করল আমবাড়ি কর্মীরা। ক্রেতা সেজে বন কর্মীদের এই সাফল্য বনদপ্তর। ধৃতদের মধ্যে একজন শিলিগুড়ির বাসিন্দা হলেও বাকি দুজন ভিন রাজ্যের বাসিন্দা।ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। প্রতি কেজি হাতির দাঁত ১৫ লক্ষ টাকা দরে বিক্রি করার ছক ছিল পাচারকারীদের। সেই মত আমবাড়ি রেঞ্জের রেঞ্জারের নেতৃত্বে বনকর্মীদের একটি টিম ক্রেতা সেজে পাচারকারীদের কাছে যায়। শিলিগুড়ি চম্পাশারি এলাকা থেকে তিন পাচারকারী সহ দুটি হাতির দাঁত উদ্ধার করে বনকর্মীরা৷ আরো দুই পাচারকারী পালিয়ে যায়৷ ধৃতদের মধ্যে ১জন শিলিগুড়ির বাসিন্দা বাকি দুই জন ভিন রাজ্যের বাসিন্দা বলে বনদপ্তর সুত্রে খবর৷ যদিও বনদপ্তরের পক্ষথেকে ধৃতদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে তদন্তের সার্থে। ধৃতদের নিজেদের হেপাজত চেয়ে আদালতে আবেদন করবে বনকর্মীরা৷ ধৃতদের জেরা করে এই চক্রের মূল পান্ডার সন্ধান করতে চায় বনদপ্তর। #jalpaigurinews #jalpaiguri #westbengal #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?