Jalpaiguri : নিরাপত্তার দিকে বিশেষ নজর রেখে শুরু হল ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা
Jalpaiguri : নিরাপত্তার দিকে বিশেষ নজর রেখে শুরু হল ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা
১৬ জুলাই : রবিবার থেকেই প্রশাসনিক ভাবে শুরু হল উত্তরবঙ্গের প্রাচীন শৈব তীর্থ জল্পেশের শ্রাবণী মেলা। যা চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। আর এই মেলাকে সুষ্ঠ ভাবে পরিচালনা করতে দফায় দফায় বৈঠক করেছেন জল্পেশ মন্দির ট্রাস্টি বোর্ড কর্তৃপক্ষ। নির্বাচনের আগে মেলা শুরু হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কথা মাথায় রেখে মেলা চালু করা যায়নি। তবে ভক্তদের জন্য খোলা ছিল মন্দির।রবিবার সকাল থেকেই মন্দির খোলা ছিল। দিনের আলোতে তেমন ভিড় না হলেও প্রচুর ভক্ত আসবেন বলেই আশাবাদী মন্দির কর্তৃপক্ষ। উল্লেখ্য, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং সর্ব বৃহৎ শৈব তীর্থ হল জল্পেশ মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে বছরে তিনটি বৃহৎ মেলা বসে। যার মধ্যে উল্লেখযোগ্য শ্রাবণ মাসের শ্রাবণী মেলা। এই মেলায় সবথেকে রেকর্ড সংখ্যক ভিড় হয়। এরাজ্যের পাশাপাশি প্রতিবেশী রাজ্য এবং রাষ্ট্র থেকে বহু ভক্ত আসেন পুজো দিতে। তাই মেলাকে সুষ্ঠ ভাবে পরিচালনা করতে কমিটির তরফে বেশ সতর্কতা অবলম্বন করা হয়েছে। মন্দির ট্রাস্টি বোর্ড সূত্রে জানা যায়, এবছর নিরাপত্তার জন্য মন্দিরে বসানো সিসিটিভি ক্যামেরা গুলিকে পুনসংস্কার করা হয়েছে এছাড়াও মন্দির কর্তৃপক্ষ নিজস্ব শতাধিক ভলেন্টিয়ার রয়েছে, মন্দিরের চারিদিকে পুলিশি নিরাপত্তা সহ, সিভিল ডিফেন্স কর্মীরা, মেডিকেল টিম মন্দির চত্বরে মোতায়েন থাকবেন। যদিও মন্দিরে প্রবেশের টিকিট মূল্যের কোনো রকম পরিবর্তন করা হয়নি না বলে জানা যায়। স্পেশাল টিকিট ১০০ টাকা এবং ২০ টাকার টিকিট মূল্য থাকবে। #breakingnews #newstoday #jalpaiguri #maynaguri #banglanews #newslive #today_breaking_news @ubanglatvofficial
What's Your Reaction?