Tripura : তিপ্রামথা দলের হাত ছাড়লেন মানিক্য দেববর্মন
Tripura : তিপ্রামথা দলের হাত ছাড়লেন মানিক্য দেববর্মন
আনুষ্ঠানিকভাবে তবে তিপ্রামথা দলের হাত ছাড়লেন প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন। তার কথার আঙ্গিকে এমনটাই বোঝা গেল। তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন বলেন, এবার আমায় মুক্তি দাও। ত্রিপুরা এডিসি এলাকা খুমলুঙে তিপ্রামথা দলের প্লেনারী সেশনের শেষ দিনে বক্তব্য রাখতে গিয়ে এমনই ইঙ্গিত দিলেন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন।তিনি বলেলেন,তিপ্রামথা দলের নতুন সংবিধান তৈরি হলো। যেখানে চেয়ারম্যানের পদ সরিয়ে দেওয়া হয়েছে। বিজয় রাঙখলের হাতে তিপ্রামথা দলের ব্যাটন তুলে দেওয়া হয়েছে। তিপ্রামথা দলের নেতা থেকে সমর্থক প্রত্যেকের কাছে করজোড়ে মুক্তি চাইলেন প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মণ। বক্তব্য রাখতে গিয়ে তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মণ বলেন, তার কাজ নাকি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, এবং জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে দেখা করা। ত্রিপুরার জনজাতি মানুষদের মধ্যে এই নিয়ে তীব্র গুঞ্জন দেখা দিয়েছে। #breakingnews #newstoday #tripura #tripuranews #newslive #today_breaking_news #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?