সাউথ ২৪ পরগনা : সুন্দরবনে বাঁচার উপায় মৎস চাষ |
সুন্দরবনে বসবাসকারী অধিকাংশ মানুষের উপার্জনের অন্যতম মাধ্যম হলো মৎস্য চাষ। একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সুন্দরবনের মানুষের জীবন জীবিকা অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিপর্যয়ের কথা মাথায় রেখে কলকাতার বারাকপুরস্থিত কেন্দ্রীয় অর্ন্তস্থলীয় মৎস্য গবেষণা সংস্থান ( সিফরি) বিগত ১০ বছর ধরে সুন্দরবনের গোসাবা, হিঙ্গলগঞ্জ কচুখালি, আমতলী, গঙ্গাসাগর, বালি দ্বীপ, নামখানা, কাকদ্বীপ অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন জীবিকার উন্নতি সাধনের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। যেমন বাড়ির পুকুরে মাছ চাষ, খালে মাছ চাষ বিষয়ে সহায়তা প্রদান করে চলেছে। এই প্রয়াসের ফলে সুন্দরবনের মানুষের কাছে এক বিকল্প আয়ের সুযোগ খুলে গেছে। আজ বাসন্তীর কুলতলি মিলন তীর্থ সোসাইটির সহায়তায় এক বৃহৎ মহিলা মৎস্যজীবী সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে প্রায় ২৫০০ মহিলা মৎস্যজীবী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?