Darjeeling : ধর্মতলা চলো উদ্দেশ্যে রওনা দিল বিভিন্ন জেলার পাশাপাশি দার্জিলিং

Darjeeling : ধর্মতলা চলো উদ্দেশ্যে রওনা দিল বিভিন্ন জেলার পাশাপাশি দার্জিলিং

Jul 19, 2023 - 18:10
 0  10

শহীদ দিবসের যোগ দিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি দার্জিলিং জেলা তৃণমূল কর্মী নেতৃত্বরা ধর্মতলা চলো উদ্দেশ্যে রওনা দিল। সামনে রয়েছে একুশে জুলাই শহিদ দিবস এই দিনটি উপলক্ষে প্রতিবছর বিশাল আকারে সমাবেশের আয়োজন করে থাকে তৃণমূল। এবার পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের বড় সমাবেশ এটাই কার্যত আগামীতে ২৪ এর লোকসভা নির্বাচনে আগে তৃণমূল নেত্রী কর্মীদের জন্য কি বার্তা রাখেন সেদিকেই তাকিয়ে সকল রাজনৈতিক মহল। অন্যদিকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম পর্যায়ে বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশনে থেকে কলকাতা উদ্দেশ্যে কর্মীদের নিয়ে রওনা হলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ। কার্যত প্রথম পর্যায়ে প্রায় ১হাজার তৃণমূল কর্মীদের ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয়। এছাড়াও পরবর্তী ট্রেন এর পাশাপাশি সড়ক পথ ও বিমান পথে ২১ শে জুলাইের আগে জেলা থেকে বহু তৃণমূল কর্মী সমাবেশে যোগ দেবে বললে দল সূত্রে খবর। এছাড়া ও ধর্মতলা চলো সমাবেশে যোগ দিতে যাওয়া কর্মী ও সমর্থকদের সহিতার জন্য স্টেশনের সামনে তৃণমূল পক্ষ থেকে একটি ক্যাম্প খোলা হয়েছে। #breakingnews #newstoday #darjeeling #tmc #newslive #banglanews #todaybreaking  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow