Howrah : তৃণমূলের হোর্ডিংয়ে ঢেকেছে হেরিটেজ হাওড়া ব্রিজ, শুরু রাজনৈতিক তরজা
Howrah : তৃণমূলের হোর্ডিংয়ে ঢেকেছে হেরিটেজ হাওড়া ব্রিজ, শুরু রাজনৈতিক তরজা
হাওড়া ব্রিজ অথবা রবীন্দ্র সেতু রাজ্যের হেরিটেজ তালিকাতে রয়েছে। আর এই স্থানে কোনও ধরনের বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ। যদিও বুধবার সেতুর উপরে 21 জুলাইয়ের সভার প্রচারকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং দেওয়া রয়েছে ৷ এর পাশাপাশি 21 জুলাইয়ের শহিদ সমাবেশের ডাকে ধর্মতলার সমাবেশে পোস্টারেও ছয়লাপ হাওড়া ব্রিজ। সঙ্গে বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকাও লাগানো রয়েছে। এই হোর্ডিংকে কেন্দ্র করে রাজনীতির অলিন্দ ফের উত্তাল হয়ে উঠেছে।শাসকদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেতুতে ঐতিহাসিক ব্যক্তির ছবি লাগালে সন্মানহানি হয় না। যদিও বিজেপির দাবি, এটা তৃণমূলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা সন্তুষ্ট করতে পারবে তার প্রতিযোগিতা। না-হলে কেউ স্বপ্নেও ভাবেনি হাওড়া ব্রিজের মতো হেরিটেজ সম্পত্তিকে রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করবে। এহেন ঘটনাতে বিরক্ত ও ক্ষোভপ্রকাশ করেছেন সাধারণ মানুষও। তাঁদের অভিযোগ, এই ধরনের সম্পত্তি সর্বদা পরিষ্কার, পরিছন্ন রাখা উচিৎ। এখানে রাজনীতির কোনও জায়গা নেই ৷ উল্লেখ্য, বুধবার থেকেই একাধিক জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থকরা আসতে শুরু করেছেন কলকাতায়। লোকসভা নির্বাচনের আগে এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের কী বার্তা দেন সেটাই দেখার ৷ #newstoday #banglanews #newslive #breakingnews #howrah @ubanglatvofficial
What's Your Reaction?