Howrah : গার্ডেনরিচ এর ঘটনায় হাইকোর্ট এর কড়া নির্দেশ : U Bangla TV
Howrah : গার্ডেনরিচ এর ঘটনায় হাইকোর্ট এর কড়া নির্দেশ : U Bangla TV
গার্ডেনরিচের ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছে। গতকাল বিচারপতি অমৃতা সিনহা হাওড়ার এক প্রোমোটার সৌমিত্র মুখোপাধ্যায়কে বেআইনি নির্মাণের জন্য এক কোটি টাকা জরিমানা এবং তিন মাসের মধ্যে বাসিন্দাদের ফ্ল্যাট ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ওই বিল্ডিং এর অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে ব্যাটরা থানা এলাকার কালিপ্রসাদ চক্রবর্তী লেনের ওই পাঁচ তলা বিল্ডিং এর বাসিন্দারা অথৈ জলে পড়েন। তারা বলেন এই নির্দেশ পুনর্বিবেচনা করা উচিত। বাসিন্দারা জানিয়েছেন অন্য জায়গায় যাবার কোন রাস্তা নেই। এখন কি করবেন তারা বুঝে উঠতে পারছেন না। এই রায়ের ব্যাপারে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন ওই রায়ের কপি এখনো তিনি হাতে পাননি। তবে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে তিনি জেনেছেন ওই বাড়িটির জি প্লাস ওয়ান এর অনুমতি থাকলেও জি প্লাস ফোর বিল্ডিং বেআইনিভাবে তৈরি করা হয়েছে। বছরখানেক আগে হাওড়া পুরসভার কর্মীরা পুলিশ নিয়ে বেআইনি অংশ ভাঙতে গেলে তাদের বাধা দেয় প্রোমোটারের লোকজন। এরপরই দ্রুত বাড়িটি শেষ করে বিক্রি করে দেয়। তাই বেআইনি অংশ ভাঙা যায়নি। এ ব্যাপারে পুরসভার গাফিলতির কথা তিনি অস্বীকার করেন।প্রমোটর সৌমিত্র মুখোপাধ্যায় বলেন তিনি আইনজীবীদের সাথে পরামর্শ করে পদক্ষেপ নেবেন।এদিকে শহর জুড়ে বেআইনি বাড়ি নিয়ে সরব হয়েছেন বিজেপি হাওড়া সদরের সম্পাদক ওমপ্রকাশ সিংহ। তিনি বলেন হাইকোর্টের রায় নতুন দিশা দিয়েছে। কারণ শহর জুড়ে বেআইনি বাড়ির রমরমা। পুরানো বাড়ির ওপর দু তিন তলা বাড়িয়ে নেওয়া হচ্ছে। আবার জরিমানা জমা দিয়ে বেআইনি নির্মাণকে আইনি স্বীকৃতি দেওয়ার কারণে অবৈধ নির্মাণ বাড়ছে। একমাত্র কোর্টে গিয়ে মানুষ ন্যায্য বিচার পাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। ইমরান খান নামে এক শহরবাসী, বেআইনি নির্মাণ নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন এর জন্য দায়ী হাওড়া পুরসভা। এদিকে সুজয় চক্রবর্তী বলেন বেআইনি নির্মাণ রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার এবং পুরসভার উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এর পাশাপাশি নজরদারি কমিটি গঠন করা হচ্ছে। তারা ঘুরে ঘুরে বেআইনি বাড়ির উপর নজর রাখছেন। একই সঙ্গে তিনি জানান বোড়ো এবং পুরসভার মেইন অফিসের বিল্ডিং ডিপার্টমেন্টের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য তথ্য আদান প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও পুলিশের পদক্ষেপ কর্তাদের সঙ্গে একটি whatsapp গ্রুপ খোলার কথাও তিনি বলেন। #howrahnews #howrah #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?