FOMO থেকে সাবধান : U Bangla TV

FOMO থেকে সাবধান : U Bangla TV

Apr 9, 2024 - 16:30
 0  6

ইদানিং যুগে রিল দেখতে দেখতে সময় কাটায় না এমন মানুষ পাওয়া খুবই দুষ্প্রাপ্য। কিন্তু এই রিল যারা বানায় তারা এখন এক একটা সেলিব্রেটি। কিন্তু এই সেলিব্রেটিদের মধ্যে কেউ কেউ ফেমাস হয় আবার কেউ কেউ সেরকম ফেমাস হতে পারে না । আর এটাকে নিয়েই যত বিরম্বনা। কারণ তারা যখন রিল বানায় আর সেই কনটেন্টে যদি হাজার হাজার লাইক না করে তখন তাদের মধ্যে তৈরি হয় ফোমও। Fomo শব্দটি অনেকেরই অজানা যার অর্থ fear of missing out । অর্থাৎ সমাজ মাধ্যমে হারিয়ে যাওয়া বা পিছিয়ে পড়ার ভয়। অনেকদিন ধরেই চর্চা হচ্ছে শব্দটি নিয়ে। বিশেষজ্ঞদের মতে বর্তমান যুগে মানসিক রোগে পরিণত হয়েছে ফোমো । আর এর সঙ্গে রয়েছে real shots blog এর মত content এর প্রতি এক ধরনের মোহ। আর ডিজিটাল দুনিয়ায় টিকে থাকার লড়াই । এই শব্দটি তৈরি করেন লেখক Patrick j maginis . 2004 এ একটি স্কুল ম্যাগাজিনে শব্দটি জনপ্রিয় হয়। আমরা ফোমো আক্রান্ত ব্যক্তি যারা, সোশ্যাল মিডিয়ার reel blog তৈরি করে, তাদের সবাইকে জানাই জীবন মানেই ওঠা নামা। তাই তাদের বোঝা উচিত স্ক্রিনের দুনিয়াটাই সব নয়। 'ফোমো' নিয়ে না ভেবে 'জোমো' নিয়া আমরা ভাবি অর্থাৎ Joy of missing out| #fomo #fomonista #banglanews #phobia  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow