Tripura : ভাতিজার কুকর্মের ফলের সাজা পেল কাকা : U Bangla TV
Tripura : ভাতিজার কুকর্মের ফলের সাজা পেল কাকা : U Bangla TV
গোপন খবরের ভিত্তিতে সিপাহীজলা ত্রিপুরা জেলা কলমচৌড়া থানার পুলিশ রহিমপুর পঞ্চায়েত এলাকার চার নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালিয়ে ৫৭৯ বোতল নেশার এস্কফ উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা বলে জানা গেছে। এই অভিযানকালে উপস্থিত ছিলেন কলমচৌড়া থানার ওসি প্রশান্ত কুমার দে সহ ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা। সূত্রে খবর, উদ্ধারকৃত নেশা সামগ্রী গুলোর প্রকৃত মালিক হলেন গোলাম মোস্তফার বড় ভাইয়ের ছেলে অর্থাৎ তার ভাতিজা সবুজ মিয়া এবং অপর এক নিকট আত্মীয় উজ্জ্বল হোসেন। তারা দীর্ঘ দিন যাবত এই নেশা বানিজ্যের সাথে যুক্ত রয়েছেন বলে খবর। ফলে অন্যান্য দিনের মতো তারা নিজেদের সেই নেশা সামগ্রী গুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনলে তার কাকা অর্থাৎ গোলাম মোস্তফাকে না জানিয়ে তার বাড়ির অব্যবহৃত ঘরে রেখে দেয়। ফলে, গোপন সূত্রের মাধ্যমে পুলিশ খবর পেয়ে অবৈধ নেশা সামগ্রী সহ বাড়ির মালিক গোলাম মোস্তফাকে গ্রেফতার করে কলমচৌড়া থানায় নিয়ে আসে। যদিও সেই ক্ষেত্রে প্রকৃত আসামীরা গা ঢাকা দেয়। উল্লেখ্য, গোলাম মোস্তফা রহিমপুর পঞ্চায়েত এলাকার রেশন ডিলার। কিন্তু, নিজের ভাতিজার এমন অপকর্মে তাকে খেসারত দিতে হবে তা সে কোনদিন বুঝে উঠতে পারেন নি। এই দিকে পুলিশ বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধার হওয়ায় বাড়ির মালিক গোলাম মোস্তফা, (পিতা আনু মিয়া) এবং সবুজ মিয়া, (পিতা হারুন মিয়ার) বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে বাকি অভিযুক্তদের গ্রেফতার করার জন্য জোর তল্লাশি জারি রেখেছেন। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?