Tripura : নতুন পদ্ধতিতে আলুর চাষ পরিদর্শনে কৃষক কল্যান দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ : U Bangla TV

Tripura : নতুন পদ্ধতিতে আলুর চাষ পরিদর্শনে কৃষক কল্যান দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ : U Bangla TV

Jan 13, 2024 - 14:12
 0  2

নতুন পদ্ধতিতে আলুর চাষ পরিদর্শনে কৃষি এবং কৃষক কল্যান দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ!ত্রিপুরায় মূলত টিপিএস পদ্ধতিতে আলুর চাষ করে থাকে কৃষকরা। যা ব্যয় সাপেক্ষ এবং ভীষণ পরিশ্রম। আরো সহজ পদ্ধতিতে আলুর যাতে চাষ করা যায় সেজন্য এআরসি পদ্ধতিতে আলু চাষ করার পরিকল্পনা গ্রহণ করেছে ত্রিপুরার হর্টিকালচার ডিপার্টমেন্ট। ত্রিপুরার ৮ টি জেলায় ১০০ জনের উপর কৃষক এআরসি পদ্ধতিতে আলু চাষ করছে। এই পদ্ধতিতে ফলনের ফলে আগামী পাঁচ বছরের মধ্যে আলুর বিজে স্বয়ংবর হবে ত্রিপুরা। ত্রিপুরার হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সে ও এআরসি পদ্ধতিতে আলুর চাষ করা হচ্ছে। ত্রিপুরা নাগিছড়াস্থিত হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স পরিদর্শন করেন ত্রিপুরার কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এআরসি পদ্ধতিতে আলুর চাষ, সেইসঙ্গে টিপিএস পদ্ধতিতে কিভাবে আলুর চাষ করা হচ্ছে তা সরজমিনে পরিদর্শন করেন মন্ত্রী রতন লাল নাথ। #tripura #tripuranews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow