Exclusive news : সাপ খেকো মোজাহার আলী ব্যাপারী : U Bangla TV

Exclusive news : সাপ খেকো মোজাহার আলী ব্যাপারী : U Bangla TV

Feb 19, 2024 - 18:53
 0  6

বিভিন্ন প্রজাতির সাপ,বিচ্ছু,ইঁদুর,ব্যাঙ থেকে শুরু করে কাঁচা মাংস খেয়ে জীবন যাপন করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মোজাহার আলী ব্যাপারী। বিষাক্ত সাপের বিষ পান করা যান নেশা।সাপুড়ে না হয়েও সাপে কাঁটা রোগীর ক্ষত থেকে চুষে বিষ তুলে দেয়া তার কাজ। দীর্ঘ ১৬বছর ধরে এসব অখাদ্য খেয়ে জীবন যাপন করলেও স্বাভাবিক জীবনে ফিরতে চান সাপ খেকো মোজাহার। কিন্তু কিভাবে এমন অস্বাভাবিক খাদ্যভাসে অভ্যস্ত হলেন তিনি। কুড়িগ্রাম....... কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বাসিন্দা সাপ খেকো মোজাহার আলী ব্যাপারী। বিষাক্ত সাপ ব্যাঙ ইঁদুর বিচ্ছু সহ কাচা মাংস খাওয়া তার নেশা। বর্তমানে দুই স্ত্রী এবং এক ছেলের বাবা তিনি। সে সন্তানের ঘরে দুই নাতিও রয়েছে তার। মোজাহার আলী জানান,যখন তিনি দ্বিতীয় শ্রেণীর ছাত্র তখন বাড়ী থেকে পালিয়ে চলে যান ভারতে। আগরতলা জেলায় দেড় বছর থাকার পর এক দালাল তাকে বিক্রি করে দেয়। তাকে যে এলাকায় বিক্রি করা হয় সেখানে ভাত তো দুরের কথা স্বাভাবিক কোন খাবারো পাওয়া যেত না। ওখানকার মানুষ অস্বাভাবিক খাবারে অভ্যস্ত ছিলো। এরপর দীর্ঘ ১৫বছর পর বাংলাদেশে আসেন এবং এখনো তিনি এ ধরনের খাবারে অভ্যস্ত। মোজাহার আলী ব্যাপারী আরো বলেন, ছোট বেলা থেকে তিনি বিষাক্ত সাপ ব্যাঙ ইঁদুর বিচ্ছু কাচা মাংস খান। অনেক সময় বিষাক্ত সাপের কামড়ও খেয়েছেন তিনি । কিন্ত তাতে তার কিছু হয়নি। মজার ব্যাপার হলো বিষাক্ত সাপ নাকি তার খুবই পছন্দ। বিষাক্ত সাপ ও বড় সাইজের যে কোন সাপের তুলনায় ছোট সাপ অনেক বেশি সুস্বাদু। পেশায় একজন দিনমজুর ও সাপুড়ে কবিরাজ হলেও এলাকায় এবং এলাকার বাহিরে সাপ ধরতে ডাক পরে তার, টাকাও পান। তার এমন খাদ্যভাস ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অনেকটা কাল হয়ে দাড়িয়েছে। সাপ ভক্ষণের কারণে দাম্পত্য জীবনে অনেক সময় পড়তে হয়েছে নানান বিড়ম্বনায়। সাপ খেকো এই ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যরা জানান,দীর্ঘদিন থেকে বিভিন্ন প্রজাতির সাপ ব্যাঙ ইঁদুর বিচ্ছু গরুর কাচা মাংস ভূরি এসব অখাদ্য খেয়ে আসছেন তিনি। এদিকে যখন তখন সাপ পাওয়া যায় না ফলে গরুর কাচা রক্ত,ভূড়ি খেয়ে জীবন যাপন করে থাকেন তিনি। দুর-দুরান্ত থেকে অনেক মানুষ আসে মোজাহারের এমন খাদ্যভাস দেখতে । #banglanews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow