Birbhum : ফাল্গুনের শুরুতেই বসন্তের আবাহন : U Bangla TV
Birbhum : ফাল্গুনের শুরুতেই বসন্তের আবাহন : U Bangla TV
ফাল্গুনের শুরুতেই বসন্তের আবাহন অনুষ্ঠান করল বিশ্বভারতীর পাঠ ভবনের পড়ুয়ারা । শান্তিনিকেতনের দোলের দিন বসন্ত উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই দোলের দিন দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক শান্তিনিকেতনে এসে উপস্থিত হন কিন্তু এই উৎসবে মূলত বিশ্বভারতীর সংগীত ভবনের পড়ুয়ারা অংশ নেয় । এদিন সকাল সাড়ে আটটা থেকে পাঠভবনের আম্র কুঞ্জের জহর বেদীতে অনুষ্ঠান শুরু হয় । জোহর বেদিকে ফুল দিয়ে সাজানো তাতে আলপনা আঁকা সহ অন্যান্য কাজ পড়ুয়ারা নিজেরাই করে থাকে। এদিনের অনুষ্ঠানে আরম্বর কম থাকলেও পড়ুয়াদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোন খামতি ছিল না । বিশ্বভারতী সূত্রে জানা গেছে, আগে বসন্ত পঞ্চমীর দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হতো, কিন্তু বিশ্বভারতীতে যেহেতু ব্রাহ্ম মত প্রতিষ্ঠিত সেজন্য সেই অনুষ্ঠান বন্ধ হয়ে যায় । পরবর্তীতে আম্রকুঞ্জে এই অনুষ্ঠান হয়ে আসছে ।এখন এদিন সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে বসন্তের আহবান করলেন পাঠভবনের ছোট থেকে বড় সমস্ত শ্রেণীর পড়ুয়ারা । পাঠভবনের অধ্যক্ষা বধিরুপা সিনহা বলেন শান্তিনিকেতনে প্রকৃতির উদযাপন আমাদের জীবনচর্চার একটি বড় অঙ্গ তারই একটি অন্যতম নিবেদন শান্তিনিকেতন পাঠভবনের বসন্তের আবাহন । বসন্তকে স্বাগত জানানোর জন্য প্রতিবছর তারা এই অনুষ্ঠান করে থাকেন। #birbhum #santiniketan #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?