Exclusive news : পোগবার গায়েই এবার কলঙ্কের ছিটে : U Bangla TV

Exclusive news : পোগবার গায়েই এবার কলঙ্কের ছিটে : U Bangla TV

Mar 1, 2024 - 18:54
Mar 1, 2024 - 20:15
 0  8

ডোপিংয়ের অভিযোগে চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছে ফরাসি তারকা ফুটবলার পল পোগবাকে। তাঁর শরীরে বেশি মাত্রায় টেস্টোস্টেরন পাওয়া গিয়েছিল বলে জানা গিয়েছে। ইতালির ক্লাব জুভেন্টাসের হয়ে খেলেন পোগবা। বিশ্বকাপ জয়ী এই তারকার বিশ্বকাপ ফাইনালে গোলও আছে। ক্লাব ফুটবলেও তাঁর নামের পাশে নানা কীর্তি। সেই পল পোগবার গায়েই এবার কলঙ্কের ছিটে। ডোপিংয়ের দায়ে চার বছরের জন্য নির্বাসিত হলেন তিনি, এই খবর চমকে দিয়েছে গোটা বিশ্বকে । ইতালির জাতীয় ডোপিং বিরোধী সংস্থার এই রায়ে রীতিমতো ভেঙে পড়েছেন তিনি। পোগবা জানিয়েছেন, এই রায় সত্যি নয়। তিনি কখনই জেনেশুনে ডোপিং করেননি। ফ্রান্সের এই আন্তর্জাতিক ফুটবলারকে গত ৩০ সেপ্টেম্বর প্রাথমিক ভাবে নির্বাসিত করা হয়েছিল। তাঁর শরীরে টেস্টোস্টেরন পাওয়া গিয়েছিল বেশি মাত্রায়। এই ডোপ পরীক্ষাটি হয়েছিল ২০ অগস্ট। জুভেন্তাসের মরসুমে প্রথম ম্যাচের পরে। এর পরে দ্বিতীয় নমুনার পরীক্ষা হয় অক্টোবরে। সেই পরীক্ষাতেও তাঁর শরীরে অতিরিক্ত টেস্টোস্টেরন পাওয়া যায়। ইতালির জাতীয় ডোপিং বিরোধী সংস্থা তখনই চার বছরের নির্বাসনের প্রস্তাব এনেছিল। সেই শাস্তিই বলবৎ হচ্ছে এবার। পোগবা এক বিবৃতিতে বলেছেন, ‘তার কেরিয়ারে যা কিছু গড়েছিলেন, সব কেড়ে নেওয়া হল। এই রায় ভুল। এর ফলে কার্যত শেষ হয়ে গেল প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। #exclusivenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow