পৃথিবীর বুকে ৩২ হাজার ফুট গর্ত খুঁড়ছে চীন

পৃথিবীর বুকে ৩২ হাজার ফুট গর্ত খুঁড়ছে চীন

Jun 6, 2023 - 17:42
 0  4

চীন পৃথিবীর বুকে ৩২ হাজার ৮০৮ ফুটের গভীর গর্ত খনন শুরু করেছেন।প্রত্যেকের মধ্যেই কৌতূহল তৈরি হচ্ছে কেন এমন গর্ত খুঁড়ছে চীন? পৃথিবীর বুকে ৩২ হাজার ৮০৮ ফুট বা ১০ হাজার মিটার গর্ত খোঁড়ার সঠিক কারণ এখনো সঠিক ভাবে জানা যায়নি।  তবে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম  বলছে, খনিজ ও জ্বালানিসম্পদ শনাক্ত করার পাশাপাশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিগুলো মূল্যায়ন করতে তারা এ উদ্যোগ নিয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০২১ সালে দেশের নেতৃস্থানীয় বিজ্ঞানীদের উদ্দেশে দেওয়া ভাষণে পৃথিবী গভীরে অন্বেষণে জোর দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।খনিজ তেলে সমৃদ্ধ জিনজিয়াং প্রদেশে এ গভীর গর্ত খোঁড়ার কাজ করছে প্রশাসন। এ প্রকল্পে বেইজিং সফল হলে এটাই হবে পৃথিবীর দ্বিতীয় গভীরতম গর্ত। এর আগে রাশিয়ায় ৪০ হাজার ২৩০ ফুট গভীর এটি গর্ত খোঁড়া হয়েছে।পৃথিবীর ভূগর্ভে খনন চালিয়ে নানা স্তর পেরিয়ে প্রায় দেড় শ কোটি বছর আগের ক্রিটেশিয়াস যুগের পাথর পর্যন্ত নেমে যাওয়ার পরিকল্পনা রয়েছে চীনের। কাজটা যে সহজ নয়, তা মনে করিয়ে দিচ্ছেন দেশটির বিজ্ঞানীরা #news #newstoday #curentaffairs #china #jinping  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow