Tripura : শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা : U Bangla TV
Tripura : শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা : U Bangla TV
শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা! পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক সুশান্ত দেব! শুক্রবার থেকে শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একই দিনে শুরু হল উচ্চ মাধ্যমিক সমতল মাদ্রাসা, ফাজিল কলা পরীক্ষা। লিখিত পরীক্ষা মোট সাড়ে তিন ঘণ্টার। বেলা বারোটায় শুরু হয় পরীক্ষা। শেষ হবে বিকেল সাড়ে তিনটায়। এর মধ্যে প্রথম ১৫ মিনিট থাকবে প্রশ্নপত্র দেখার জন্য। ১০০ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা হবে মোট ৮০ নম্বরের। বাকি ২০ নম্বর রয়েছে বিদ্যালয়ের অভ্যন্তরীণ মূল্যায়নের জন্য। এবারে উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৩৪৫ জন। তার মধ্যে রেগুলার ছাত্র-ছাত্রী আছে, ২৪ হাজার ২৬৩ জন। কন্টিনিওর আছে ৩৩৮ জন, কম্পার্টমেন্টাল আছে ৫২৫ জন, এক্সটার্ণেল আছে ১৯২ জন, উচ্চমাধ্যমিক সমতল মাদ্রাসা, ফাজিল কলা, ও ফাজিল থিওলজির পরীক্ষার্থী ২২ এবং ৪৯ জন। উচ্চমাধ্যমিক পরীক্ষা ত্রিপুরার মোট ৬০টি কেন্দ্রের আওতায়। ৯৮ টি বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড: ধনঞ্জয় গন চৌধুরী। ত্রিপুরার সকল অংশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিধায়ক সুশান্ত দেব। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ত্রিপুরার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে ফুল ও চন্দন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?