Exclusive news : টমেটো চাষে লক্ষ টাকা আয়ের স্বপ্ন দেখছেন কৃষক সুদর্শন রায় : U Bangla TV
Exclusive news : টমেটো চাষে লক্ষ টাকা আয়ের স্বপ্ন দেখছেন কৃষক সুদর্শন রায় : U Bangla TV
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা পাঠানটরি গ্রামের কৃষক সুদর্শন রায়ের টমেটো ক্ষেতের গাছে ঝুলছে কাঁচা ও পাকা টমেটো,নিজের ২৮ শতাংশ জমিতে জৈব কৃষি ও জৈব বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর মাধ্যমে চাষ করেছেন রেডজুয়েল জাতের টমেটো।পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের কৃষি অফিসের সহযোগিতা পেলেও ২৮ শতাংশ জমিতে টমেটো চাষ করতে খরচ হয়েছে ১০ হাজার টাকার মতো, আবহাওয়া অনুকূলে থাকায় টমেটোর বাম্পার ফলন হওয়ায় টমেটো বিক্রি করে লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন টমেটো চাষী কৃষক সুদর্শন রায়। উপজেলা কৃষি অফিস বলছে টমেটোর চাষ ও ফলন বাড়াতে কৃষি সহায়তা সহ কৃষকদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ। ছেলের স্বপ্ন পূরণে টমেটো ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সুদর্শন রায়ের বাবা নিশি রায় । ২০২৩-২৪ অর্ধবছরে উপজেলা এবার ১ হাজার ১৫ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস । কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে উপজেলার এবার বাম্পার টমেটোর ফলন হয়েছে তাই কৃষক লাভবান হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন..। #bangladesh #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?