Exclusive news : অস্থায়ী শহীদ মিনার নির্মাণ : U Bangla TV

Exclusive news : অস্থায়ী শহীদ মিনার নির্মাণ : U Bangla TV

Feb 22, 2024 - 14:23
 0  4

একুশের চেতনায় উজ্জ্বীবিত করতে কুড়িগ্রামের পাড়া মহল্লায় শিশু-কিশোরদের তৈরি ২শতাধিক অস্থায়ী শহীদ মিনার নির্মাণ কুড়িগ্রাম মহান একুশের চেতনা ও ভাষা শহীদদের অবদান শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে কুড়িগ্রামের পাড়া-মহল্লায় শিশু-কিশোররা বাঁশ-কাঠ,কলাগাছ ও রঙিন কাগজ দিয়ে তৈরী করছেন শহীদ মিনার। তাদের এ কাজে উজ্জ্বীবিত করছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম। ৫২’র ভাষা আন্দোলন বাঙালী জাতীয় জীবনের এক চরম অধ্যায়ের দিন। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাঙালী জাতি পেয়েছি মাতৃভাষার অধিকার। এ দিবসটি এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। হরিকেশ মধ্যপাড়ার এক অবিভাবক বিমল সেন জানান এক সময় দিবসটি ঘিরে পাড়ায়-মহল্লায় শিশু-কিশোররা বিভিন্ন উপকরণ দিয়ে শহীদ মিনার নির্মাণ করে শ্রদ্ধা জানাতো। এর সংখ্যা এখন অনেকাংশেই কমে গেছে। এধরনের উদ্যোগ সর্বত্র ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি। স্থানীয় সংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের শ্যামল ভৌমিক জানান তারা একুশের চেতনা শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে জেলা সদরের পাড়া-মহল্লায় ৪র্থ বারের মত শহীদ মিনার নির্মানের প্রতিযোগীতামুলক এ আয়োজন করেছেন । এ আয়োজনে অনেক সাড়াও মিলেছে। জেলা সদরের বিভিন্ন পাড়া মহল্লায় এবার ২ শতাধিক অস্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছে। শিশু - কিশোররা প্রতিযোগিতা মুলক এ আয়োজনে অংশ নিচ্ছন আনন্দের সাথে। প্রচ্ছদ কুড়িগ্রাম এর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবং এসব অস্থায়ী শহীদ মিনার তৈরীতে উৎসাহিত করছেন অনেক অবিভাবক। এধরনের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা সাংস্কৃতিক কর্মীসহ সকল স্তরের মানুষের। #exclusivenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow