বৃষ্টিতে ধসে গেল অযোধ্যার রামপথ! গর্ভগৃহের ছাদ থেকে জল চুঁইয়ে পড়ার পরে এ বার নতুন বিভ্রাট

রামমন্দির উদ্বোধনের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার ‘যুদ্ধকালীন তৎপরতা’য় হনুমানগড়ী থেকে রামমন্দিরগামী সঙ্কীর্ণ পথটিকে দু’পাশের বাড়িঘর ভেঙে চওড়া করেছিল।

Jun 27, 2024 - 16:00
 0  1
1 / 1

1.

বর্ষার গোড়াতেই বেহাল ‘রামনগরী’ অযোধ্যা! রামমন্দিরের গর্ভগৃহের ছাদ থেকে বৃষ্টির জল চুঁইয়ে পড়ার পরে এ বার ধস নামল রামপথে। বুধগত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামমন্দির উদ্বোধন করেছিলেন। তার আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার ‘যুদ্ধকালীন তৎপরতা’য় হনুমানগড়ী থেকে রামমন্দিরগামী সঙ্কীর্ণ পথটিকে দু’পাশের বাড়িঘর ভেঙে চওড়া করেছিল। নাম দেওয়া হয়েছিল ‘রামপথ’। পাঁচ মাসের মাথায় প্রথম বৃষ্টিতেই ধস নামায় সেই রাস্তার ‘মান’ নিয়ে প্রশ্ন উঠে গেল।বার রাতের ওই ঘটনার জেরে রামমন্দিরে যাতায়াতের মূল পথ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা মেরামতির কাজ শুরু করেছে অযোধ্যা জেলা প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow