Exclusive news : অমিত দাস পরিচালিত "নৈঃশব্দ"- র শুভ মহরত : U Bangla TV

Exclusive news : অমিত দাস পরিচালিত "নৈঃশব্দ"- র শুভ মহরত : U Bangla TV

Feb 16, 2024 - 17:44
 0  6

গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার লেক মলে "নৈঃশব্দ" নামে একটি বাংলা সিনেমার শুভ মহরত হয়ে গেল । এই সিনেমাটির পরিচালক অমিত দাস । প্রযোজনায় রয়েছেন মনোজ ডালমিয়া । সিনেমাটিতে দেখা যাবে অশোক বিশ্বনাথন, ভাস্বর চ্যাটার্জি, রি সেন ও পায়েল মুখার্জি, সহ একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীদের । জানা যাচ্ছে সিনেমাটিতে তিনটি গান রয়েছে । মিউজিক অ্যারেঞ্জমেন্টটে রয়েছেন সুজিত সাহা । দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামের রাজমিস্ত্রি খোকন দাস এবং তার স্ত্রী গঙ্গা ও তাদের পাঁচ বছরের মেয়ে দুর্গাকে নিয়েই গল্পের কাহিনী শুরু । গঙ্গার শৈশব সঙ্গী জবা ও তার স্বামী রতন থাকে পাশের গাঁয়ে । হঠাৎই কভিডের জন্য রতন এবং খোকনের কাজ চলে যায় । গঙ্গা ও জবা ঠিকে ঝি এর কাজ ধরে । ঘটনাচক্রে রতন ড্রাগ পাচারের কাজে যুক্ত হয় এবং খোকন ক্রমে মাদকাসক্ত হয়ে পড়ে । ওই গ্রামের স্কুলের এক মাস্টারমশাই এবং কবি নীলোৎপালের সাথে খোকন এবং গঙ্গার পরিচয় হয় । মাস্টারমশাই ওদের নানাভাবে সাহায্য করেন । এখান থেকেই ধারাবাহিক ভাবে চলতে থাকে গল্পটি । গঙ্গা এবং খোকনের জীবনের উত্থান পতনের মধ্যে দিয়েই গল্পটি এগোতে থাকে । এই রিল লাইফের গল্পের সাথে আমাদের রিয়েল লাইফের কোথাও না কোথাও গল্পের মিল খুঁজে পাওয়া যাবে বলে দাবি পরিচালক, প্রযোজক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের । এদিন প্রিমিয়ারে ছবিটি দেখে দর্শকদের প্রতিক্রিয়া ছবিটি বাধাগত ছক ভেঙ্গে মূল স্রোতের বাইরে গিয়ে একটু অন্যরকমের সিনেমা যা দর্শকদের মন কেড়েছে ।গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার লেক মলে "নৈঃশব্দ" নামে একটি বাংলা সিনেমার শুভ মহরত হয়ে গেল । এই সিনেমাটির পরিচালক অমিত দাস । প্রযোজনায় রয়েছেন মনোজ ডালমিয়া । সিনেমাটিতে দেখা যাবে অশোক বিশ্বনাথন, ভাস্বর চ্যাটার্জি, রি সেন ও পায়েল মুখার্জি, সহ একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীদের । জানা যাচ্ছে সিনেমাটিতে তিনটি গান রয়েছে । মিউজিক অ্যারেঞ্জমেন্টটে রয়েছেন সুজিত সাহা । দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামের রাজমিস্ত্রি খোকন দাস এবং তার স্ত্রী গঙ্গা ও তাদের পাঁচ বছরের মেয়ে দুর্গাকে নিয়েই গল্পের কাহিনী শুরু । গঙ্গার শৈশব সঙ্গী জবা ও তার স্বামী রতন থাকে পাশের গাঁয়ে । হঠাৎই কভিডের জন্য রতন এবং খোকনের কাজ চলে যায় । গঙ্গা ও জবা ঠিকে ঝি এর কাজ ধরে । ঘটনাচক্রে রতন ড্রাগ পাচারের কাজে যুক্ত হয় এবং খোকন ক্রমে মাদকাসক্ত হয়ে পড়ে । ওই গ্রামের স্কুলের এক মাস্টারমশাই এবং কবি নীলোৎপালের সাথে খোকন এবং গঙ্গার পরিচয় হয় । মাস্টারমশাই ওদের নানাভাবে সাহায্য করেন । এখান থেকেই ধারাবাহিক ভাবে চলতে থাকে গল্পটি । গঙ্গা এবং খোকনের জীবনের উত্থান পতনের মধ্যে দিয়েই গল্পটি এগোতে থাকে । এই রিল লাইফের গল্পের সাথে আমাদের রিয়েল লাইফের কোথাও না কোথাও গল্পের মিল খুঁজে পাওয়া যাবে বলে দাবি পরিচালক, প্রযোজক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের । এদিন প্রিমিয়ারে ছবিটি দেখে দর্শকদের প্রতিক্রিয়া ছবিটি বাধাগত ছক ভেঙ্গে মূল স্রোতের বাইরে গিয়ে একটু অন্যরকমের সিনেমা যা দর্শকদের মন কেড়েছে । #exclusivenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow