Exclusive news : হিন্দুস্তান কেবলেসের বসবাসকারী মানুষদের তথ্য সংগ্রহে পুলিশ : U Bangla TV
Exclusive news : হিন্দুস্তান কেবলেসের বসবাসকারী মানুষদের তথ্য সংগ্রহে পুলিশ : U Bangla TV
প্রায় দেড় যুগ আগে বন্ধ হয়ে গেছে হিন্দুস্থান কেবেলেস কারখানা।আর এই কারখানার বিস্তীর্ণ জমি, বড় বড় জলাধার,পুরনো আবাসন পরে রয়েছে। ইতিমধ্যেই এইসব আবাসন গুলিতেই অনেকেই দখল করে বসবাস করতে শুরু করেছে। হিন্দুস্থান কেবলেসের বিস্তীর্ণ এলাকা জুড়ে বসবাসকারী মানুষদের এবার তথ্য সংগ্রহ করতে শুরু করলো সালানপুর থানার পুলিশ। কেবলেসের আবাসন গুলিতে কারা রয়েছেন তারা এক সময় হিন্দুস্তান কেবলেসের কর্মী ছিলেন কিনা তারা কোথাকার বাসিন্দা তাদের পরিচয় পত্র সমস্ত কিছুই তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছে পুলিশ।বেশ কিছু আবাসনে পুলিশ গিয়ে সেই সব আবাসন বাসিন্দাদের পরিচয় পত্র পুলিশের কাছে জমা করার নির্দেশ দিয়েছে পুলিশ। বন্ধ একটি কারখানার এলাকা জুড়ে বসবাসকারী মানুষদের তথ্য পুলিশের কাছে রাখতেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।এদিন তথ্য সংগ্রহ করতে সরেজমিনে যান সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি,রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা সহ পুলিশ বাহিনী। #exclusivenews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?