South 24 Pgs : বিজেপি প্রার্থীর মাছের ভেড়িতে বিষ

South 24 Pgs : বিজেপি প্রার্থীর মাছের ভেড়িতে বিষ

Jul 20, 2023 - 15:17
 0  8

সদ্য পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়া বিজেপি প্রার্থীর মাছের ভেড়িতে বিষ, দেড় লক্ষাধি টাকার ক্ষতি।

ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার কঙ্কন দীঘি গ্রাম পঞ্চায়েতের ২৪৬ নাম্বার বুথের আড়িয়া পাড়া এলাকায়।
পঞ্চায়েত নির্বাচনে সুপর্ণা মণ্ডল বিজেপির প্রার্থী হয়ে শাসকদলের পুষ্পিতা মাঝির কাছে হেরে যায়। হঠাৎ করে গত রাত্রে দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীর ফিসারিতে বিষ দেয় বলে অভিযোগ। আজ সকালে ফিসারিতে গিয়ে বিজেপি প্রার্থীর শ্বশুর দেখতে পায় মাছ মরে ভেসে উঠেছে। কান্নায় ভেঙে পড়ে ঘটনাস্থলে
জানাজানি হবার পর দলমত নির্বিশেষে কয়েক শতাধিক মানুষ ঘটনাস্থলে আসেন,দোস্তিদের শাস্তির দাবিতে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করেন। তবে ভোটে হারার পর পুকুরে বিষ পড়লেও বিরোধী দলের দিকে আঙুল তুলতে নারাজ হারা প্রার্থী এবং তার শশুর। তাদের আবেদন পুলিশের কাছে তারা জানাবেন,যাহাতে প্রকৃত দোষীকে বার করে শাস্তি দেয়। তারা কারো নামে দোষারোপ করতে চান না। এই খবর পাওয়ার পর তৃণমূলের জেতা প্রার্থী পুষ্পিতা মাঝি বলেন তাদের দল এমন জঘন্য কাজ করতে পারে না ভোট যুদ্ধে হার-জিত আছে তাই বলে কাউকে পুকুরে বিষ দিতে হবে এমন কথা তিনি শব্দেও ভাবতে পারেন না। তবে যে বা যারা করেছে তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেয়া হোক এটাই তার প্রশাসনের কাছে আবেদন। #newstoday #banglanews #breakingnews #newslive #south24pargana #westbengal  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow