Darjeeling : অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক চিনা নাগরিককে আটক করল এসএসবি
Darjeeling : অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক চিনা নাগরিককে আটক করল এসএসবি
দার্জিলিং: পানিট্যাঙ্কির নেপাল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে এক চুনা নাগরিককে আটল করল এসএসবি। ধৃত চিনা নাগরিকের নাম ইয়ংজিং পেং (৩৯)। তার বাড়ি চিনের গুয়াংডং প্রদেশে। তদন্তের স্বার্থে তাকে রাতেই খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে এদিন বিকেলে নেপাল থেকে ভারতে ঢোকার সময় তাকে দেখে সন্দেহ হয় এসএসবি জওয়ানদের। তাকে সীমান্তের ৪১ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে এনে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। ডাকা হয় দোভাষীকেও। যদিও ওই চিনা নাগরিক সম্পর্কে সংবাদমাধ্যমের কাছে এখনই মুখ খুলতে চাইছেন না এসএসবি কর্তারা।সূত্রের খবর, সীমান্তে স্বাভাবিক তল্লাশির সময় ওই চিনা নাগরিকের ব্যাগ থেকে বেশ কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার করেছে এসএসবি। তার কাছ থেকে চিনের পরিচয়পত্রের পাশাপাশি নেপালের পরিচয়পত্রও পাওয়া গিয়েছে। এছাড়াও পাসপোর্ট, নেপালের ভিসা মিলেছে। তবে, ভারতীয় কোনও ভিসা দেখাতে পারেন নি তিনি। সন্দেহভাজন চিনা নাগরিক ইয়ংজিং নেপালের একটি ক্যাসিনোতে কাজ করে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে এসএসবি। তবে কী কারণে তিনি ভারতে প্রবেশ করতে চাইছিলেন তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। এর পেছনে কোনও রহস্য রয়েছে কি না তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এদিন রাতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন এসএসবি কর্তারা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। #newstoday #banglanews #newslive #today_breaking_news #darjeeling #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?