South 24pgs : জাতীয় সড়কে পাশে বিধ্বংসী আগুন : U Bangla TV

South 24pgs : জাতীয় সড়কে পাশে বিধ্বংসী আগুন : U Bangla TV

Feb 7, 2024 - 17:28
 0  2

আবারও অগ্নিকাণ্ড, ডায়মন্ড হারবার শহরের বুকে ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি দোকান। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাত ১২.৩০ মিনিট নাগাদ ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কে পাশে ডায়মন্ডহারবার ১৩ নম্বর ওয়ার্ডে একটি মনোহারির দোকানে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা। এরপর স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় ডায়মন্ড হারবার দমকল বিভাগকে ও ডায়মন্ড হারবার থানায়। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে ডায়মন্ড হারবার ও দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন দাউ দাউ করে জ্বলছে একটি দোকান। মুহূর্তের মধ্যে সেই আগুনের লালিহান শিখা পাশে অপর একটি দোকানে ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা শুরু করে দেয় দমকল বিভাগের কর্মীরা। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ঘটনাস্থলে আরো একটি দমকলের ইঞ্জিন ছুটে আসে। প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে দমকল বিভাগের কর্মীরা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফণীভূষণ হালদার (বাবলু) তিনি জানান, প্রতিদিনের মতনই রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি গিয়েছিলেন । বাড়িতে নৈশভোজ করে ব পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন । সেই সময় স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা তাকে ফোন করে এবং জানায় যে তার দোকানে আগুন লেগে গিয়েছে। মুহূর্তের মধ্যে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। এসে দেখেন দাউ দাউ করে জ্বলছে দোকান। দমকলের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে। এই অগ্নিকাণ্ডের ফলে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কি কারনে দোকানে আগুন লেগেছে ঠিক বুঝে উঠতে পারছেন না তিনি। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট এর মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দোকানের মধ্যে দাহ্য বস্তু মজুত থাকার কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এই অগ্নিকান্ডের ঘটনায় পাশে একটি মনোহারী দোকানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা জনিত কারণে ডায়মন্ড হারবার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে মনে করছে দমকল এর আধিকারিকরা। কার্যত সরস্বতী পুজোর আগে এই অগ্নিকাণ্ডের ঘটনায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীর। #south24pargana #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow