Assam : বিদ্যালয় একত্রিকরণ :U Bangla TV

Assam : বিদ্যালয় একত্রিকরণ :U Bangla TV

Dec 22, 2023 - 17:08
 0  2

দরঙের দুইটি বিদ্যালয় একত্রিকরণ নিয়ে ভয়ংকর কান্ড। দুটি স্কুলকে একসাথে করার কেন্দ্র কে এখনো তুলো পরিবেশ সৃষ্টি হয়। RTI কর্মী দিল এক ভয়ঙ্কর তথ্য। ভুয়া ছাত্র-ছাত্রীর নাম ভর্তি চলছে মঙ্গলদৈ নগরবাহিনী স্কুলে। নগরবাসী এম ই স্কুল এবং নগরবাহিনী হাই স্কুল এই দুটিকে একত্রিকরণ কে কেন্দ্র করে সমস্যার সৃষ্টি হয়েছে শিক্ষক ছাত্র-ছাত্রীদের মধ্যে। নতুন কোন বিদ্যালয় যোগদান যাতে না করতে পারে তার জন্য এই বিদ্যালয়ে কাজ করা শিক্ষক শিক্ষার্থীর দের চার মাসের বেতন বন্ধ করে রাখল জেলার ডেপুটি কমিশনার। সকল শিক্ষক শিক্ষার্থীদের চার মাসের বেতন বন্ধ করার ফলে বিপাকে পড়েছে সকলে। অপরদিকে শিক্ষাবিভাগের এই সিদ্ধান্তের সম্পর্কে স্বয়ং শিক্ষা মন্ত্রী রনচবেগো সেকেন্ডারি এডুকেশন সঞ্চালকে ১১৫ জন ছাত্র-ছাত্রী থাকার উপরে কিসের জন্য নগর বাহি এম ই মাদ্রাসা স্কুল এবং আইল হাই স্কুল এর সাথে একত্রীকরণ করার বিবেচনা নিয়ে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে। এবং এই বিষয়টি নিয়ে পরীক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু দুই মাস পেরিয়ে যাওয়ার পরও এই বিষয়টি নিয়ে কোন ধরনের সমাধান দেখতে পাওয়া যায়নি তার ফলে সকলের মধ্যে এক বিভ্রান্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কলাইগাঁও এর শিক্ষা খন্ডের অন্তর্গত নগরবাহী সোমল কেন্দ্রের অন্তর্গত নগরবাহী এম ই মাদ্রাস া স্কুলটি বর্তমান পর্যাপ্ত পরিমাণে ছাত্রছাত্রী পড়াশোনা করছে। উল্লেখযোগ্য যে, গুনোউৎসবের এই স্কুলটি এ প্লাস লাভ করা এই মাদ্রাসা স্কুলটি নিম্ন প্রাথমিক পর্যায়ে ১৯৪৪ সালে উচ্চ প্রাথমিক পর্যায়ে ১৯৬০ সনে স্থাপিত হয়েছিল । অপরদিকে জানতে পারা গেছে পিয়ার আলী নামে এক ব্যক্তি এই স্কুলটির উপরে RTI করে নগরবাহিনী হাই স্কুলের প্রকৃত তথ্য ফাঁস করেছে। এই নগরবাহী হাই স্কুলটি র ৪০/৫০ জন ছাত্র ছাত্রীর বাইরে বাকি সকলের ঠিকানা দরং জেলার বাইরে। এখন সচেতন মহলের মধ্যে একটি প্রশ্ন এটি কিভাবে সম্ভব এখন দেখার বিষয়, জেলার আধিকারিক এটির বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করে সেটি হবে লক্ষণীয়। গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট। #assam #assamesenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow