Medinipur : মাধ্যমিক পরীক্ষা পরিদর্শনে পূর্ব মেদিনীপুরে সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় : U Bangla TV

Medinipur : মাধ্যমিক পরীক্ষা পরিদর্শনে পূর্ব মেদিনীপুরে সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় : U Bangla TV

Feb 3, 2024 - 18:28
 0  8

শুক্রবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। শান্তি ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে শুরু হয়েছে পরীক্ষা। রাজ্যের প্রায় ১০ লক্ষ পরিক্ষার্থী এই পরীক্ষা দিচ্ছেন। তবে গতকাল এত আঁটোসাঁটো ব্যবস্থা নেওয়ার পর‌ও মালদার দুই ছাত্রকে প্রশ্নপত্র ভাইরাল করে দেওয়ার অভিযোগে তাদের পরীক্ষা বাতিল করেছে পর্ষদ।যা নিয়ে কার্যত উদ্বিগ্ন মধ্যশিক্ষা পর্ষদ। ।আজ পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর জেলা এলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি প্রথমে কোলাঘাট এর কেটিপিপি হাইস্কুল ও পরে পাঁশকুড়ার ঘোষপুর ও ব্র্যাডলি বার্ট হাইস্কুল এ পরীক্ষা খতিয়ে দেখতে যান। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান,দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার মোট আটটি বিদ্যালয় পরিদর্শন করেছেন।জেলা প্রশাসন যথেষ্ট সহযোগিতার মাধ্যমে পরীক্ষা পরিচালনা করছেন। রাজ্য প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছেন। তারা আশাবাদী এই জেলাগুলোতে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা হবে । তবে গতকাল এর প্রশ্ন সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া নিয়ে, পর্ষদ সভাপতি জানান, কিছু অসাধু ব্যক্তি রয়েছেন , যার সংখ্যা খুবই কম,তারাই এই ধরনের নেতিবাচক কাজগুলো করছেন । তিনি আরো বলেন , পরবর্তী বছর আরও কঠিন পদক্ষেপ এর মাধ্যমে পরীক্ষা পরিচালনা হবে ‌‌। #medinipur #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow